Top

৬৪৯ হেক্টর জমিতে লিচুর আবাদ

১৩ মে, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ
৬৪৯ হেক্টর জমিতে লিচুর আবাদ
যশোর প্রতিনিধি: :

চারিদিকের প্রখর রোদের তাপদাহকে উপেক্ষা করে গাছের সবুজ পাতা ভেদ করে লালচে আভা ছড়াচ্ছে সুমিষ্ট ও সকলের প্রিয় ফল লিচু। পরিপুষ্ট হয়ে ওঠা লিচুর থোকার ভারে নুয়ে পড়েছে গাছের ডালপালা। আর যশোরের বিস্তীর্ণ লিচুর বাগানে এমন দৃশ্য জানান দিচ্ছে লিচুর বাম্পার ফলনের। চলতি মৌসুমে যশোরের ৮ উপজেলায় ৬৪৯ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে।

ইতোমধ্যে যশোরের হাটে বাজারে এখানকার লিচু চাষিদের আবাদ করা লিচু বিক্রি শুরু হয়েছে। আর এসব লিচুর বেশ ভালো দাম পাচ্ছেন চাষি ও বাগান মালিকরা।দেশি লিচু , চায়না-৩, বোম্বাই , বারি, বারি-৩, মোজাফফর,ঈশ্বরদী,বেদানা, এলাচ সহ বিভিন্ন জাতের লিচু চাষ হয় যশোরে। যশোর শহরের মণিহার ও বসুন্দিয়ায় প্রতিদিন লিচুর হাট বসতে শুরু করেছে।

এসব হাটে প্রতিদিন কোটি টাকার লিচু বেচাকেনা হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে যশোরের ৮ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি লিচু চাষ হয় যশোর সদর ও বাঘারপাড়া উপজেলায়। পরিবহন ও বাজার ব্যবস্থাপনা ভালো হওয়ায় দিন দিন এ জেলায় লিচু চাষ বৃদ্ধি পাচ্ছে। এ বছর ঝড়-বৃষ্টি কম থাকায় লিচুর ভালো ফলন হয়েছে। যশোর সদরে সবচেয়ে বেশী ২৬৪ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। এছাড়া বাঘারপাড়া উপজেলায় ১২৫ হেক্টর, চৌগাছা উপজেলায় ৮৬ হেক্টর, শার্শা উপজেলায় ৬০ হেক্টর, মণিরামপুর উপজেলায় ৪৬ হেক্টর, অভয়নগর উপজেলায় ২৫ হেক্টর, ঝিকরগাছা উপজেলায় ২৪ হেক্টর ও কেশবপুর উপজেলায় ২০ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে।এর মধ্যে মোজাফফর লিচু ২৪৬ হেক্টর, চায়না-৩ ১৬০ হেক্টও, বোম্বাই ১৫৮ হেক্টর, বারি-৩ ৪০ হেক্টর, বারি-৪ ৩১ হেক্টর এবং ঈশ্বরদী ও স্থানীয় জাতের লিচু ৭ হেক্টর জমিতে আবাদ হয়েছে।

যশোর সদর উপজেলার বোলপুর গ্রামের লিচু বাগানি জাহিদুল ইসলাম বলেন এ বছর ঝড়-বৃষ্টি তেমন না থাকায় লিচুর বাম্পার ফলন হয়েছে। এক একটি গাছ থেকে ৩ থেকে ৪ হাজার পিস লিচু পাওয়া যাচ্ছে।চলতি মৌসুমে আড়াই লাখ টাকা দিয়ে একটি বাগান নিয়েছি।বাগানে দেশি, চায়না ও চায়না-৩ লিচুর ফলন ভালো হয়েছে, আর এই ভালো ফলন পেতে নিয়মিত গাছের পরিচর্যা করতে হয়েছে তাকে।

যশোর সদরের ডাকাতিয়া গ্রামের সাব্বির হোসেন নামে এক বাগান মালিক অভিযোগ করে বলেন লিচু চাষিদের জন্য কোন প্রশিক্ষণের ব্যবস্থা করেনা কৃষি বিভাগ। নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই চাষ করতে হয় তাদের। যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেল বাড়িয়া এলাকার রাজু আহম্মেদ দুই বিঘা জমিতে লিচুর চাষ করেছেন। তার এই লিচু বাগান থেকে প্রায় ১থেকে দেড় লাখ টাকার লিচু বিক্রি হবে বলে তিনি আশাবাদী। এদিকে যশোরের বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে লিচু।

প্রকার ভেদে খুচরা বাজারে ১শ লিচু বিক্রি হচ্ছে ৩শ থেকে ৫শ টাকা পর্যন্ত। যশোরের মণিহার ও বসুন্দিয়া এলাকায় জমে উঠেছে লিচুর হাট। এ হাটে প্রতিদিন কোটি টাকার বেশি লিচু বেচাকেনা শুরু হয়েছে। আর এখান থেকে লিচু বিভিন্ন জেলায় সরবরাহ করছেন ব্যবসায়ীরা। ভালো দাম পেয়ে বাগান মালিকরাও খুশি। এবছর পাইকার বাজারে ১৫শ থেকে সাড়ে ৩ হাজার টাকায় হাজার লিচু বিক্রি হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হক বলেন আবহাওয়া ভালো থাকায় এবার লিচুর ফলন ভালো হয়েছে। লিচুর স্বাদ ও মান রক্ষায় চাষিদের সব রকম সহায়তা করা হচ্ছে।

শেয়ার