সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ব্রাক ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৭ বারে ১৪ হাজার ৯৬৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে ইস্টার্ন ক্যাবলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৬৮৬ বারে ৩ লাখ ৭৬ হাজার ৭৬২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৮ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৫৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪৬৪ বারে ১ লাখ ৭০ হাজার ৭১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৮১ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ন্যাশনাল টি কোম্পানির ৪.৫১ শতাংশ , আল-হাজ্ব টেক্সটাইলের ৪.০৫ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৩.৯০ শতাংশ, মনোস্পুল পেপারের ৩.৫৬ শতাংশ, ইস্টার্ন ইন্সুরেন্সের ৩.৫৪ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৩.৩৫ শতাংশ এবং জেমিনি সি ফুডের ৩.২৭ শতাংশ শেয়ারদর কমেছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস