সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৯ বারে ৭ হাজার ৭২৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে জেমিনি সি ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৬৩০ বারে ৩ লাখ ২৪ হাজার ৭৭১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৪ কোটি ৫৫ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৯৭ বারে ৩৭ লাখ ১৭ হাজার ৮২৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৩৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- হাইডেলবার্গ সিমেন্টের ৫.৭১ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৫.২০ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৩.৮৪ শতাংশ, এ্যাপেক্স ফুডসের ৩.৭৩ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৩.২৫ শতাংশ, আইটি কনসালটেন্টস ৩.০৬ শতাংশ এবং ইনটেক লিমিটেডের ২.৯৫ শতাংশ শেয়ারদর কমেছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস