Top

বেড়েছে সূচক, লেনদেন ও বাজার মূলধন

২৭ মে, ২০২৩ ১০:৪৯ পূর্বাহ্ণ
বেড়েছে সূচক, লেনদেন ও বাজার মূলধন
পুঁজিবাজার ডেস্ক :

বিদায়ী সপ্তাহে সূচকের উত্থানে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। তবে সপ্তাহটিতে ১ হাজার ৯২২ কোটি ১০ লাখ টাকার বাজার মূলধন বেড়েছে।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭০ হাজার ৬৩৭ কোটি ৮৬ লাখ  টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৭২ হাজার ৫৫৯ কোটি ৯৬ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ১ হাজার ৯২২ কোটি ১০ লাখ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ৫৮৫ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের সপ্তাহে হয়েছিল ৩ হাজার ৬৭৯ কোটি ৬৮ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৯০৬ কোটি ১৮ লাখ টাকা বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩২৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট  এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭০ পয়েন্টে এবং ২ হাজার ১৯৮ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৮টির , কমেছে ৬৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০২টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে  ৯৫ কোটি ৬৫ লাখ টাকার। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ৬৭ কোটি ৭২ লাখ টাকার। অর্থাৎ লেনদেন বেড়েছে ২৭ কোটি ৯৩ লাখ টাকার।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৩০ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯০টির দর বেড়েছে, ৬৭টির দর কমেছে এবং ১৬০ টির দর অপরিবর্তিত রয়েছে।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার