Top

দেশে ট্যাক্স রেট বেশি বলেই ফাঁকি বেশি: পররাষ্ট্রমন্ত্রী

২৭ মে, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ
দেশে ট্যাক্স রেট বেশি বলেই ফাঁকি বেশি: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের ট্যাক্স রেট বেশি, ফলে ফাঁকির পরিমাণও সর্বোচ্চ। পাশাপাশি যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে, তাদের রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা উচিত বলে দাবি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। তিনি এ ব্যাপারে সাংবাদিকদের কাজ করারও আহ্বান জানান।

শনিবার (২৭ মে) ইকোনমিক রিপোর্টার ফোরাম কর্তৃক আয়োজিত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুহিত ভাই অর্থমন্ত্রী থাকার সময় আমি করের আওতা বাড়ানোর জন্য জাতীয় পরিচয়পত্র যাদের আছে, তাদের সবার রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব করেছিলাম। কিন্তু আজ পর্যন্ত সেটি হয়নি আমলাতন্ত্রের কারণে, এনআইডি যাদের আছে সবাইকে করের আওতায় আনতে পারলে কর জিডিপি রেশিও যা সাত থেকে আট শতাংশ রয়েছে, এটা বেড়ে ২০ থেকে ২৫ শতাংশ হবে।

তিনি বলেন, আবুল মাল আবদুল মুহিতের কর্মজীবনে সাফল্যের বড় অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তারা দুজনেই মানুষের মঙ্গলের জন্য কাজ করতে চাইতেন। ফলে উভয়ের চিন্তাধারা একই রকম ছিলো।

আব্দুল মোমেন বলেন, মুহিত ভাই প্রথমবার জাতীয় নির্বাচনে হেরে যান। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটা প্লানিং করে টিম ওয়ার্ক গঠন করেন। প্রধানমন্ত্রী মুহিত ভাইকে নিজের মতো চিন্তা করতে, স্বাধীনভাবে কাজ করতে দিয়েছেন। এতেই তার কর্মজীবনে বেশ সাফল্য মিলেছে। যার পেছনে বড় অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

ইআরএফের সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফজলে কবির ও সাবেক অর্থসচিব মাহবুব আহমেদ এবং ইআরএফের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইআরএফের সাধারণ সম্পাদকের আবুল কাশেম।

সাবেক গভর্নর ফজলে কবির বলেন, বাংলাদেশের রিজার্ভ চুরির পর আমরা তখন মামলা করেছিলাম। সেই মামলায় আমরা এখন জয়ের পথে রয়েছি। এ ব্যাপারে সাবেক অর্থমন্ত্রীর গাইডলাইন এবং অবদান অনস্বীকার্য।

এসময় তিনি আবুল মাল আবদুল মুহিতকে নিয়ে স্মৃতিচারণ করেন।

বিপি/এএস

শেয়ার