সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৮৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬৯৫ বারে ৪২ লাখ ৪৭ হাজার ৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৯৬ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে জুট স্পিনার্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৯৪ বারে ১৭ হাজার ৪৩৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইয়াকিন পলিমারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩৬৩ বারে ২৬ লাখ ৭৬ হাজার ৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৪৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- মনোস্পুল পেপারের ৫.৪২ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৫.৩২ শতাংশ, এ্যাপেক্স ফুডসের ৪.৯৭ শতাংশ, এনআরবি কমার্সিয়াল ব্যাংকের ৪.৫৪ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৪.৫৪ শতাংশ, মের্ট্রো স্পিনিংয়ের ৪.৪৪ শতাংশ এবং পেপার প্রসেসিংয়ের ৪.১৯ শতাংশ শেয়ারদর কমেছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস