Top
সর্বশেষ

মোবাইল কোর্টের মাধ্যমে জমি উদ্ধার

৩০ মে, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ
মোবাইল কোর্টের মাধ্যমে জমি উদ্ধার
শরীয়তপুর প্রতিনিধি :

নড়িয়ায় মোবাইল কোর্টে ৫ একর খাস জমি উদ্ধার ১ লাখ ৫০ হাজার অর্থদন্ড করা হয়েছে। মঙ্গলবার শরীয়তপুর নড়িয়া উপজেলা ঘড়িসার ইউনিয়নের করণহোগলা মৌজা ও কেদারপুর ইউনিয়নের কেদারপুর মৌজায় যথাক্রমে ৪.৫ একর ও ০.৪৬ একর। সর্ব মোট ০৫ একর খাস জমি উধার করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক শরীয়তপুর এর দখল নিশ্চিত করা হয়েছে এবং সরকারী সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

নদীর মাটি কাটার কারণে কার্তিকপুর ন্যাশনাল ব্রিকস এর মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২১৩ অনুযায়ী ১ লাখ টাকা ও খাল ভরাট করার কারণে একজনকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নড়িয়া থানা পুলিশের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ হাসান।

নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ হাসান মোবাইল কোর্ট শেষে বলেন কার্তিকপুর ন্যাশনাল ব্রিকস এর মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২১৩ অনুযায়ী ১ লাখ টাকা ও খাল ভরাট করার কারণে একজনকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এ অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার