ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি প্রধান সড়ক ঘুরে কবি জসিমউদদীন হলে গিয়ে শেষ হয়।
“প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে কবি জসিমউদদীন হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো, সাঈদ আনোয়ার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো, কামরুল আহসান তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ।
এসময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিল।