Top

বাংলাদেশের উন্নয়নের ভার ব্যাংকের উপর ছেড়ে দিয়েছি: ডিএসই চেয়ারম্যান

০৬ জুন, ২০২৩ ১:০৬ অপরাহ্ণ
বাংলাদেশের উন্নয়নের ভার ব্যাংকের উপর ছেড়ে দিয়েছি: ডিএসই চেয়ারম্যান
পুঁজিবাজার ডেস্ক :

বাংলাদেশের উন্নয়নের ভার ব্যাংকের উপর ছেড়ে দিয়েছি বলে মনে করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ড. হাফিজ মো. হাসান বাবু। তিনি বলেন, এই ভার ব্যাংকের উপর না ছেড়ে অর্থনীতির উন্নয়নে পু্ঁজিবাজারকে কাজে লাগাতে হবে।

মঙ্গলবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএসই চেয়ারম্যান বলেন, দেশের অর্থনীতি এগিয়ে নিতে অন্যতম মাধ্যম হওয়ার কথা দেশের পুঁজিবাজার। কিন্তু আমরা সেই অবস্থান থেকে পিছিয়ে আছি। বিশ্বের সব দেশ পুঁজিবাজার দিয়ে কাঁপিয়ে তুলছে, আমাদের কেন যেন সেই জায়গাটা দমিয়ে রাখার চেষ্টা করছে। তবে আমরা আশাবাদী পু্ঁজিবাজারের প্রতি নজর দিবেন।

বাবু বলেন, বিশ্বের বড় দেশগুলোতে পুঁজিবাজারকে অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হয়। সেখানে আমাদের দেশে এটাকে কোনঠাসা করে রাখা হচ্ছে। কোনঠাসা হয়ে আছে।

তবে পুঁজিবাজার নিয়ে আশাবাদ ব্যক্ত করে ডিএসই চেয়ারম্যান বলেন, আমি বিশ্বাস করি, পুঁজিবাজারকে কোনঠাসা করে রাখা যাবে না, কোনঠাসা থাকবে না। কারণ এটার সঙ্গে দেশের সর্বস্থরের মানুষ আছে। এছাড়াও এর মধ্যে অর্থনীতির ভবিষ্যৎ লুকিয়ে আছে। মাননীয় প্রধানমন্ত্রী এই বাজারের প্রতি নজর দিলে এখান থেকেই সব অর্থ সংস্থান করা সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন-ডিএসইর পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, রুবাবা দৌলা, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্তিক আহমেদ।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার