Top
সর্বশেষ

শশীভূষণ থানার ওসি মিজানুর রহমানের বিদায় ও নবাগত ওসি এনামুল হকের যোগদান

০৭ জুন, ২০২৩ ১:১১ অপরাহ্ণ
শশীভূষণ থানার ওসি মিজানুর রহমানের বিদায় ও নবাগত ওসি এনামুল হকের যোগদান
ভোলা প্রতিনিধি :

ভোলার শশীভূষন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারীর বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেছেন মো. এনামুল হক। গত মঙ্গলবার রাতে শশীভূষণ থানার উদ্যোগে হলরুমে এ বিদায় ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চরফ্যাশন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।

এসময় আরো বক্তব্য দেন-শশীভূষণ থানার বিদায়ী ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী, নবাগত ওসি মো. এনামুল হক, রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ’লীগ সাধারন সম্পাদক মো. জহিরুল ইসলাম চরমানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সোহাগ, শশীভূষণ থানার সেকেন্ড অফিসার মো. সোলাইমান, এস আই সমেস আলী, শশীভূষণ থানা ছাত্রলীগের সভাপতি মো. তারেক প-িত, কালের কন্ঠের চরফ্যাশন উপজেলা প্রতিনিধি মো. কামরুল সিকদার প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, এওয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মাহাবুব আলম খোকন, রসুলপুর ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলম সাংবাদিক মো. কামরুজ্জামান শাহীন, মো. হাসান লিটন, মো. হাওলাদার শাহাবুদ্দিন, হাফেজ নোমান ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগণ। নবাগত ওসি মো. এনামুল হক দীর্ঘদিন বিভিন্ন থানায় ও বাহিনীতে দায়িত্ব পালন করে মঙ্গলবার রাতে শশীভূষন থানায় অফিসার ইন চার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

নতুন ওসি মো. এনামুল হক বলেন, শশীভূষণ থানায় যোগদান করে আমার সর্বপ্রথম কাজ হবে সাধারণ জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করা। পাশাপাশি আইনশৃঙ্খলার ঠিক রেখে শশীভূষণকে একটি আদর্শ, নিরাপদ, মাদক ও জুয়া মুক্ত এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করা। তিনি এসব কাজে সকলের সহযোগিতা কামনা করেছেন। বিদায় ও যোগদান অনুষ্ঠানটি পরিচালনা করেন শশীভূষণ থানার পরিদর্শক (তদন্ত)।

শেয়ার