সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বঙ্গজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৩০ বারে ৫ লাখ ৭৭ হাজার ৯১১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ২৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ । কোম্পানিটি ৬৭৩‘ বারে ৬ লাখ ৪ হাজার ৭১০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮৮ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪৮৪ বারে ১৭ লাখ ৮৪ হাজার ৪৪৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৯.৯৮ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৯.৯৮ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৯.৯৬ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৯.৯৬ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৯.৯৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯.৯১ শতাংশ এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৯.৯০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস