ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৬০ দশমিক ৩৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩ কোটি ১১ লাখ ১৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬২ লাখ ২৩ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা লাইফের শেয়ার দর বেড়েছে ৩৯ দশমিক ৫৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৩৭ কোটি ৬৭ লাখ ৫২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৭ কোটি ৫৩লাখ ৪০ হাজার ৪০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এসকে ট্রিমসের শেয়ার দর বেড়েছে ২০ দশমিক ৯৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪০ কোটি ৩২ লাখ ৬৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৬ লাখ ৫৩ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– প্রোগ্রেসিভ লাইফের ২০.৭৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ১৭.৯৬ শতাংশ, জিকিউ বলপেনের ১৭.২২ শতাংশ, ফাইন ফুডের ১৪.৯৬ শতাংশ, রূপালী লাইফের ১৪.৮১ শতাংশ, বঙ্গজের ১৪.১৪ শতাংশ এবং সোনালী লাইফের ১২.৯৭ শতাংশ।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস