ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৮৭ কিলোমিটার রেলওয়ের সেকশন লাইন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
শনিবার দুপুরে ভাঙ্গার বামনকান্দায় রেল জংশন প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আগামী জুন মাসে এ প্রকল্পের কাজ শেষ হবে। এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে যশোর থেকে খুলনার সাথে রেল যোগাযোগ স্থাপনের মাধ্যমে ঢাকার সাথে যোগাযোগ সংযুক্ত হবে।
তিনি আরো জানান,সরকার আগামী মেয়াদে ক্ষমতায় আসলে পায়রা বন্দরের সাথে রেল যোগাযোগ স্থাপন করা হবে। এসময় ভাঙ্গা-যশোর রেলওয়ে প্রকল্পের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল শামছুল আলম, জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুদার, পুলিশ সুপার মো. শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।