Top

২ দিনের কর্মসূচি ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ

১১ জুন, ২০২৩ ২:০৪ অপরাহ্ণ
২ দিনের কর্মসূচি ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ
নিজস্ব প্রতিবেদক :

রোববার নয়াপল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

ঢাকা থেকে দিনাজপুরগামী গণতন্ত্রের মঞ্চের রোডমার্চে বাধা ও হামলার প্রতিবাদ এবং দেশব্যাপী অসহনীয় লোডশেডিং, বিদুৎ ও জ্বালানি সংকট সমাধানের দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।

নতুন কর্মসূচির ঘোষণায় সাইফুল হক বলেন, রোডমার্চে হামলা এবং বাধার প্রতিবাদে ১২ জুন ঢাকা ও ঢাকার বাইরে সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে। ঢাকায় ওইদিন বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশ আয়োজিত হবে।

তিনি বলেন, অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমবাধানের দাবিতে ১৯ জুন বেলা ১১টায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।

সরকার পতনের দাবিতে বিএনপির সমান্তরালে আন্দোলন করে যাচ্ছে গণতন্ত্র মঞ্চ। যুগপৎ আন্দোলনের পাশাপাশি পৃথক কর্মসূচি দিয়েও মাঠে আছে এই মোর্চা।

বিপি/এএস

শেয়ার