জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, শ্রীলঙ্কার মতো পরিস্থিতি বাংলাদেশে চলছে। আমাদের দেশের মানুষের আয় কমেছে, বেকারত্ব বাড়ছে, রিজার্ভ কমেছে। এ বাস্তবতাকে অস্বীকার করা যাবে না। আমেরিকার ভিসা নীতিকে জাতীয় পার্টি সমর্থন করে। কারণ যারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাধাগ্রস্থ করবে, তাদের দৃষ্টিতে তারা শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এতে আমাদের অখুশী হওয়ার মতো কাউকে দেখি না। সরকারও অখুশি হবে না। সোমবার দুপুরে টাঙ্গাইল রাইফেলস ক্লাব মিলনায়তনে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের আগে সাংবাদিকদের এসব কথা বলেন।
জিএম কাদের আরো বলেন, নির্বাচনকালীন সরকারের কোন প্রস্তাব আমরা পাইনি। আগামী নির্বাচনে জাতীয় পার্টি অবস্থা বুঝে ব্যবস্থা নিবে। আমাদের নীতি নির্ধারণী ফোরামে আলোচনা করে দেশ ও জাতির স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে। জাতির কল্যাণের লক্ষ্যে জাতীয় পার্টি রাজনীতি করে। এ লক্ষ্য বাস্তবায়নে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের একসাথে কাজ করতে হবে।
জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক আব্দুস ছালাম চাকলাদারের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য আবুল কাশেম, এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া ও জহিরুল ইসলাম জহির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোজাম্মেল হক। এসময় দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।