পরিচালন মুনাফায় দেশের অধিকাংশ ব্যাংক লোকসান গুনেছে। সেখানে একই সময়ে ব্যতিক্রমী ভূমিকা পালন করে রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করেছে রাষ্ট্রয়াত্ত্ব সোনালী ব্যাংক পিএলসি। চলতি বছরের প্রথম অর্ধবার্ষিকীতে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে রেকর্ড ১ হাজার ৬৭৯ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে সোনালী ব্যাংক, যা গত বছরের একই সময়ের চেয়ে ৬৩৪ কোটি টাকা বেশি। গত বছর ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ১ হাজার ৪৫ কোটি টাকা।
সোমবার সোনালী ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো জানিয়েছে।
ব্যাংকটি জানায়, প্রথম অর্ধবার্ষিকীতে সোনালী ব্যাংকে ঋণ ও অগ্রিমের পরিমাণ বেড়েছে ১৫ হাজার ১৭ কোটি টাকা। চলতি বছরের জুন শেষে যার পরিমাণ হয়েছে ৯০ হাজার ৮২ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৭৫ হাজার ৬৫ কোটি টাকা। একই সময়ে আমানত ও ঋণের অনুপাতের হার ৫৪.২৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৬০.৫৪ শতাংশ হয়েছে, অর্থাৎ বৃদ্ধির হার ৬.২৯ শতাংশ।
পরিচালনার মুনাফার পাশাপাশি সদ্য সমাপ্ত অর্ধবার্ষিকীতে প্রতিটি সূচকেও রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে এগিয়ে রয়েছে সোনালী ব্যাংক। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে ব্যাংকটির আমানত বৃদ্ধি পেয়েছে ১০ হাজার ৪১৩ কোটি টাকা। ২০২২ সালের একই সময়ে আমানতের পরিমাণ ছিল ১ লাখ ৩৮ হাজার ৩৭৩ কোটি টাকা, যা চলতি বছরে অর্ধবার্ষিকী শেষে হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৮৬ কোটি টাকা।
এছাড়া শ্রেণিকৃত ঋণ আদায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১১২ কোটি টাকা। ২০২২ সালে শ্রেণিকৃত ঋণ আদায়ের পরিমাণ ছিল ১৬৫ কোটি টাকা। ২০২৩ সালের জুন পর্যন্ত আদায়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে ২৭৭ কোটি টাকা। একই সময়ে ব্যাংকের শ্রেণিকৃত ঋণের হার ১৬.২২ শতাংশ হতে হ্রাস পেয়ে ১৩.৪০ শতাংশে নেমেছে।