Top
সর্বশেষ

মেধা ও কর্মদক্ষতা দিয়ে প্রশংসিত মাদারীপুরের ৩ উপজেলার নারী ইউএনওরা

০৬ জুলাই, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ
মেধা ও কর্মদক্ষতা দিয়ে প্রশংসিত মাদারীপুরের ৩ উপজেলার নারী ইউএনওরা
মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরে তিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কাজ করছেন নারীরা। উপজেলা প্রশাসনের সবচেয়ে বড় এই পদে নিয়োগ পেয়ে আলো ছড়াচ্ছেন এসব নারীরা। জাগরণের পতাকা হাতে উন্নয়ন আর অগ্রগতির দিকে এগিয়ে নিচ্ছেন নিজের এলাকাকে। নারীর মমতায় গড়ে তুলেছেন জনবান্ধব প্রশাসন।

উপজেলায় যে নারী ইউএনওরা কর্মরত রয়েছেন তারা সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রেখে চলছেন। পরিচ্ছন্ন ভাবমূর্তি সব মহলে তাদের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। এ পর্যন্ত কোনো ইউএনওর বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। সব মিলিয়ে এই নারী কর্মকর্তারা সময়ের সঙ্গে আরো উজ্জ্বল হয়ে জ্বলছেন।

ইউএনওরা দাপ্তরিক কাজের বাইরে সকাল-বিকাল ছুটে বেড়ান সব প্রান্তে। কথা বলেন সব শ্রেণির মানুষের সঙ্গে। শোনেন তাদের দুঃখ-কষ্টের কথা। নিয়মিত খোঁজখবর নেন সমাজের অবহেলিত গরিব-দুঃখী মানুষের। প্রধানমন্ত্রীর প্রতিশ্রম্নতি অনুযায়ী অসহায় পরিবারকে নিজ তত্ত্বাবধানে মানসম্মত ঘর নির্মাণ করে দিয়েছেন। কাবিখা, টিআর প্রকল্পগুলো সরেজমিনে গিয়ে কাজের গুণগত মান নিশ্চিত দেখে অর্থ ছাড়ের বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনওরা। তাদের নজরদারির ফলে পাবলিক পরীক্ষাগুলোয় নকলমুক্ত পরীক্ষা নেয়া সম্ভব হয়েছে। অন্যদিকে বাল্যবিবাহ, চিকিৎসাসেবা, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, কিশোর গ্যাং প্রতিরোধ ব্যবস্থা গুরুত্ব সহকারে তদারকি করছেন।

মাদারীপুর জেলার তিন উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনওরা হলেন- কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিংকি সাহা, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমীন ইয়াছমীন ৷ তাদের অবদান তিন উপজেলায় স্মরণীয় হয়ে থাকবে। তারা কেবল একজন ইউএনও নন, তারা একজন স্ত্রী, একজন মা, একজন গৃহিণী, রাঁধেন এবং চুলও বাঁধেন। এ সব কিছু একজন নারীর গতানুগতিক উপাধি। তিন উপজেলায় জনবান্ধব প্রশাসন গড়ায় মহীয়সী এই তিন নারী ইউএনওরা আজ রাজনীতিকসহ সর্ব মহলে প্রশংসিত।

একজন নারী ইউএনও হিসেবে কর্মক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে কিনা জানতে চাইলে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিংকি সাহা বলেন, “প্রধানমন্ত্রী নারীদের ক্ষমতায়নকে অনেক গুরুত্ব দিচ্ছেন। মাঠপর্যায়ের সব নারী সাহস ও দক্ষতার সঙ্গে কাজ করতে পারছে। এক সময় নারী সম্পর্কে মানুষের মনে যে নেতিবাচক ধারণা ছিল, আমার কাছে মনে হয় না এখন সেই ধারণা আছে। তাই কর্মক্ষেত্রে আমার কোনো সমস্যা হয়নি। পুরুষ আর নারী একে অপরের পরিপূরক। আমরা সমানভাবেই কাজ করছি। জনগণকে সেবা দেয়াই আমাদের মূল লক্ষ্য। তবে আমি ব্যক্তিগত ভাবে ছকে বাধা দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের মঙ্গল হয়, ভালো হয় সেটাই করার চেষ্টা করছি। তবে এমপি স্যার, জেলা প্রশাসক স্যার এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষের ঐকান্তিক সহযোহিতায় প্রতিটি কাজ করা সহজ হয়েছে বলে আশা করি।

শেয়ার