Top
সর্বশেষ

ফরিদপুর প্রেসক্লাবে ডাক্তার গোলাম কবিরের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

০৮ জুলাই, ২০২৩ ১০:৩২ পূর্বাহ্ণ
ফরিদপুর প্রেসক্লাবে ডাক্তার গোলাম কবিরের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা সদরে চৌরাস্তায় সালমা বেগম এর মালিকানাধীন ভবন(সাত) বছরের জন‍্য (চতুর্থ তলা )মাসিক বিশ হাজার টাকা ভাড়ার চুক্তিতে ভাড়া নেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার গোলাম কবির।

এ বিষয় শুক্রবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে ডাক্তার গোলাম কবির এক সংবাদ সম্মেলন করেন। ডাক্তার গোলাম কবির জানান, তিন বছর ধরে বোয়ালমারীতে সালমা বেগমের বিল্ডিং এ পিডিজিকে নামে একটি নাসিং কলেজ করে পরিচালনা করে যাচ্ছে। সাম্প্রতিক সালমা বেগম কিছু ব‍্যক্তির পরামর্শে আমাকে তার বিল্ডিং ছেড়ে দিতে বলছে। আমি সামলা বেগমকে বলেছি যে আপনার থেকে আমি সাত বছরের চুক্তিতে বিল্ডিং ভাড়া নিয়েছি।

এ নিয়ে কিছু দিন ধরে তার সাথে আমার যামেলা চলে আসছে। আমি গতকাল আমার ক্রয়কৃত নতুন শর্টগান ও এর কাগজ পত্র নিয়ে নার্সিং কলেজের চতুর্থ তলা থেকে নিচে নামার সাথে সাথে সালমা বেগম তার মেয়েসহ একাধিক ব‍্যাক্তিরা আমার উপর হামলা করে এবং আমার শর্টগান টি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তার মধ্যে পঞ্চাশ টি গুলি ছিল সেখান থেকে একত্রিশটির গুলি নিয়ে যায়।

পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ও ঘটনার বিস্তারিত শুনেন। বীর মুক্তি যোদ্ধা ডাক্তার গোলাম কবির আরো বলেন, আমি ছাত্রজীবন থেকে আঃলীগ করি। আমি বতর্মানে ফরিদপুর জেলা কৃষক লীগের সহসভাপতি। আমি দ্বাদশ জাতীয় নির্বাচনে ফরিদপুর ১আসন থেকে আঃলীগের মনোনয়ন প্রত‍্যাশি আমার মতো আরো একাধিক প্রার্থী আছে তাদের কারো না কারো ইন্দনে আমার উপর সালমা বেগম এ হালমা চালায়। তিনি জানান এ বিষয়ে বোয়ালমারী থানায় একটি এজাহার দায়ের করেছি।

ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন পত্রিকা ও টিভি চ‍্যানেলের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার