Top

বাতিঘর আদর্শ পাঠাগারে বৃক্ষরোপণ

০৮ জুলাই, ২০২৩ ৩:৪০ অপরাহ্ণ
বাতিঘর আদর্শ পাঠাগারে বৃক্ষরোপণ
টাঙ্গাইল প্রতিনিধি :

“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও টাঙ্গাইলের সদর উপজেলার বাতিঘর আদর্শ পাঠগারের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার চৌরাকররা গ্রামের ঈদগাঁ মাঠ, চৌধুরীমালঞ্চ-নলখোলা বাগানবাড়ী কবরস্থান, বাইতুস সাফা জামে মসজিদ (চৌধুরীমালঞ্চ পূর্বপাড়া), বাইতুল ইসলাম জামে মসজিদ (আয়নাপুর), বাইতুল ফালাহ জামে মসজিদ (খিদির), হালিমাতুস সাদিয়া (রাঃ) মহিলা মাদ্রাসা (আয়নাপুর বাজার) ও চৌরাকররা-আয়নাপুর আঞ্চলিক সড়কের দু’পাশে শতাধিক ফলদ-বনজ-ঔষধি বৃক্ষরোপণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের সদস্য মোঃ হাবিবুর রহমান, সুমন চৌধুরী, রাকিব হোসেন, ইমান আলী, রহিজ উদ্দিন, ফারুক হোসাইন প্রমুখ।

প্রসঙ্গত, “এসো বই পড়ি নিজেকে আলোকিত করি” স্লোগানকে ধারণ ক‌রে ২১ শে ফেব্রুয়ারি ২০১০ সালে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌরাকররা গ্রামে গড়ে ওঠে ‘বাতিঘর আদর্শ পাঠাগার’। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরির পাশাপাশি বিভিন্ন মানবিক ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ার