চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়ন প্রবাসী আওয়ামী ফোরামের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, অসুস্থ ও এতিম শিশুদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বাকিলা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অসুস্থ ও এতিম শিশুদের মাঝে এই অনুদানের টাকা প্রদান করা হয়। এর আগে অতিথিবৃন্দের উপস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। তিনি বাকিলা ইউনিয়ন প্রবাসী আওয়ামী ফোরামের প্রশংসা করে বলেন, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। প্রবাসীদের এই দৃষ্টান্তমূলক কার্যক্রম অন্যদের কাছে অনুকরনীয় হয়ে থাকবে। এতে করে আওয়ামী লীগের ভাবমূর্তি আরো উজ্জল হবে।
এলাকার উন্নয়নের বিষয়ে তিনি বলেন, আমরা আনন্দের সাথে বলতে চাই আপনাদের সমন্মিত প্রচেষ্টায় আসছে দিনগুলোতে ব্যাপক উন্নয়ন করা হবে। এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে যা করা দরকার তার সবই কাজ আমরা করে যাবো। প্রবাসী ফোরামের মানবিক কাজে সহায়তা করার কারনে ফোরামের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি তার বক্তব্য শেষ করেন।
বাকিলা ইউনিয়ন প্রবাসী আওয়ামী ফোরামের সভাপতি মহসিন হোসেন সৈকত ও সাধারণ সম্পাদক মানিক মজুমদারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন মজুমদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সত্যব্রত ভদ্র মিঠুন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি অহিদুজ্জামান পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন, জেলা তাঁতী লীগের সাবেক সভাপতি ইঞ্জি. মোখলেছুর রহমান প্রমুখ।
বক্তব্য শেষে এ দিন বাকিলা ইউনিয়ন প্রবাসী আওয়ামী ফোরামের উদ্যোগে কিডনি আক্রান্ত অনার্সে পড়ুয়া এক ছাত্রীকে নগদ ১ লাখ টাকা, বাকিলা ফজলুল উলুম মাদরাসা ও এতিমখানায় নগদ ১০ হাজার টাকা, দক্ষিণ শ্রীপুর মাদরাসা ও এতিমখানায় নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। এর আগে গত সপ্তাহে ফুলছোয়া মাদরাসায় নগদ ২০ হাজার টাকাসহ এই পর্যন্ত নগদ প্রায় ৮ লাখ টাকা বিতরণ করা হয়। এ ছাড়াও করোনাকালীন সময়ে প্রায় ৪শ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে এই সংগঠনের উদ্যোগে।