Top

ফরিদপুরে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা

১৫ জুলাই, ২০২৩ ১১:২০ পূর্বাহ্ণ
ফরিদপুরে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্ত ডেঙ্গু রোগী সংখ্যা বাড়ছে প্রতিদিন।তবে এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই বলে জানান জেলা সিভিল সার্জন।

ঈদের পর থেকে গত শুক্রবার পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল এবং ফরিদপুর জেনারেল হাসপাতাল সহ জেলায় মোট ২৩৪ জন আক্রান্ত ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে । গত ২৪ ঘন্টায় ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে আর ছাড়পত্র পেয়েছে ৪০ জন ।

সিভিল সার্জন এর তথ্য মতে এ পর্যন্ত সমগ্র ফরিদপুরে ২৩৪ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরেছে ১৬৪ জন।

ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মো. সিদ্দীকুর রহমান জানান , ঈদের পর থেকেই মূলত ডেঙ্গু রোগীর সংখ্যা বারতে থাকে, আতঙ্ক না হয়ে সচেতনতা বৃদ্ধির করতে কাজ করতে হবে।ঘরবাড়ি ও আশপাশ পরিস্কার পরিছন্ন এবং পানি জমতে পারে এসব স্থান পরিষ্কার করতে হবে।

শেয়ার