Top

বাংলা বাঙ্গালী বাংলাদেশ এটিই আমাদের পরিচয়: মনোরঞ্জন ঘোষাল

২১ ফেব্রুয়ারি, ২০২১ ৫:১২ অপরাহ্ণ
বাংলা বাঙ্গালী বাংলাদেশ এটিই আমাদের পরিচয়: মনোরঞ্জন ঘোষাল
মেহেদী হাসান তালহা :

বাংলা বাঙ্গালী এবং বাংলাদেশ, এটিই আমাদের পরিচয় বলে মন্তব্য করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দশ্রমিক ড. মনোরঞ্জন ঘোষাল। আজ রবিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর ইআরএফ অডিটোরিয়ামে ওপেন ডায়লগ বাংলাদেশ আয়োজিত ৫২’র ভাষা আন্দোলন ও স্বাধীনতা বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই ভূখণ্ডে আত্মত্যাগী মানুষ যেমন রয়েছে তেমনি বিশ্বাস ঘাতকও রয়েছে। এটা প্রমাণ হয়েছে ১৯৭১ সালে। ১৯৭৫ সালেও পথভ্রষ্ট বাঙালি প্রমাণ করেছে বিশ্বাস ঘাতকতার বিজ আমাদের রক্তে রয়েছে। তবে এই সংখ্যা খুবই কম। বাঙালি ত্যাগের মহিমায় উজ্জীবিত ছিলো বলেই ভাষা আন্দোলন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে।

তিনি আরও বলেন, দেশের আপামর জনসাধারণ যুদ্ধে অংশ নিয়েছেন। কেউ সম্মুখে যুদ্ধ করেছেন, কেউ খাবার দিয়ে, কেউ থাকার জায়গা দিয়ে, কোনো মা-বোন সেবা দিয়ে যুদ্ধ করেছেন। তাই মুক্তিযুদ্ধকে সামগ্রিকভাবে ভাবতে হবে।

তিনি হতাশার সুরে বলেন, যারা মুক্তিযুদ্ধের উত্তরসূরী তারা এখনও মুক্তিযুদ্ধের দাবিকে সঠিকভাবে ধারণ করতে পারেনি। পৃথিবীতে ভাষার উপর ভিত্তি করে কোন দেশের জন্ম হয়নি, এমনকি এত নরহত্যা করেও কোন দেশের জন্ম হয়নি। ৭১ সালের নরহত্যার কথা এখনও পৃথিবীর কর্ণকুহরে পৌঁছায় নি, যদি পৌঁছাত তাহলে সেটাও আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পেত।

তিনি আরও বলেন, বাঙ্গালীদের তেজ, শৌর্যবীর্য অভাব নেই, তবে তাদের একটু চেতিয়ে দিতে হয়। শহীদদের উত্তরসূরী আমরা, সেই বাংলাদেশের লাল সবুজ পতাকার সম্মান আমাদের রক্ষা করতে হবে।

প্রথম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শ্রেণীভেদে পাঠ্যবইয়ে ভাষা শহীদ এবং মুক্তিযোদ্ধাদের বীরত্বের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে বলেন, আমরা যদি মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের গৌরবোজ্জল ইতিহাস আগামী প্রজন্মের কাছে পৌছাতে না পারি, তাহলে দেশের এই স্থানটি আবার দেশবিরোধী শক্তি দখল করে নেবে।

বাসুদেব ধরের সভাপতিত্বে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল হাই, গোবিন্দ্র চন্দ্র প্রামাণিক প্রমুখ।

শেয়ার