Top

আজকের এই পদযাত্রা বিজয়ের যাত্রা : মির্জা ফখরুল

১৮ জুলাই, ২০২৩ ১২:১৭ অপরাহ্ণ
আজকের এই পদযাত্রা বিজয়ের যাত্রা : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক :

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে বিএনপির পদযাত্রাকে ‘বিজয়ের যাত্রা’ উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকের এই পদযাত্রার মধ্য দিয়ে আন্দোলনের নতুন যাত্রা শুরু হয়েছে। এটা বিজয়ের যাত্রা।’

আজ মঙ্গলবার (১৮ জুলাই) সকালে গাবতলী থেকে পদযাত্রা শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘এই আন্দোলনের মধ্যদিয়ে দাবি আদায় হবে। দলমত নির্বিশেষে সবাইকে আমি আহ্বান জানাই, আসুন এই সরকারকে পরাজিত করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এটা পদযাত্রা নয়, এটা জয়যাত্রা। গত ১২ জুলাই ঘোষণা হয়েছে, আমাদের উদ্দেশ্য একটা। শুধু আমরা নই, ৩৬টি রাজনৈতিক দল একযোগে ঘোষণা দিয়েছে, তারা এই সরকারকে দেখতে চায় না।’

‘অবৈধ শেখ হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচন নয়’ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘অবিলম্বে পদত্যাগ করুন, সংসদ বিলুপ্ত করুন, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। নির্বাচন কমিশন বাতিল করে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।’

ঢাকা-১৭ আসন উপনির্বাচনের প্রার্থী হিরো আলমের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘হিরো আলম কোনো রাজনৈতিক নেতা নন। তার ওপরও হামলা করতে হয়? লজ্জা। এখানে ১০ ভাগ ভোটও পড়েনি। এই হলো অবস্থা।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র (শেখ ফজলে নূর তাপস) ও স্বাস্থ্যমন্ত্রীর (জাহিদ মালেক) বিদেশ সফর সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এই হলো জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা। আসুন, এ সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুকসহ মহানগর বিএনপির নেতাকর্মীরা। পদযাত্রা কর্মসূচি সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।

বিপি/এএস

শেয়ার