Top

ছেলের পাঞ্জাবি নিয়ে অপেক্ষায় মা

২১ ফেব্রুয়ারি, ২০২১ ৭:৪৯ অপরাহ্ণ
ছেলের পাঞ্জাবি নিয়ে অপেক্ষায় মা
ফেনী প্রতিনিধি :

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরের বয়োবৃদ্ধ মা মমতাজ বেগম ছেলের পরনের একটি পুরোনো পাঞ্জাবি নিয়ে অপেক্ষায় বসে আছে।

রবিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের অবস্থিত সাংবাদিক বোরহানের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় শোকার্ত স্বজনের আহাজারী থামছেনা। পেশাগত দায়িত্ব পালনের সময় নিজ বাড়ির পাশেই আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরর করেন সাংবাদিক বোরহানের । তার মৃত্যু নিয়ে চলছে রাজনীতি। গুলিবিদ্ধ হওয়ার পর ৩০ মিনিট ঘটনাস্থলের পাশে পড়ে থাকলেও তাকে কেউ রক্ষা করতে কেউ আসেনি বলে অভিযোগ করেন তার স্বজনরা।

মুজাক্কির ছিল সাত ভাই বোনের মধ্যে মায়ের ছোট ছেলে। ছেলের মৃত্যুতে মা শোকে পাথর। দিক বেদিক ছুটছে ছেলের পাঞ্জাবি নিয়ে। বিলাপ করে চাইছেন ছেলে হত্যার বিচার।

পরিবারের একাধিক সদস্য জানান, মুজাক্কিকের বোনের বাড়িতে থেকে সাংবাদিকতা করত। পরিবারের ছোট ছেলে হিসেবে মায়ের সাথে তার ছিল দারুণ সখ্যতা।

গত শুক্রবার কোম্পানীগঞ্জের চাপারাশির হাটের পূর্ব বাজারে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় নিউজ সংগ্রহের সময় সাংবাদিক মোজ্জাকেরসহ সাতজন গুলিবিদ্ধ হন।

আহত সাংবাদিককে প্রথমে নোয়াখালী জেনারেল হাসাপাতলে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি আইসিইউতে ছিলেন। শনিবার রাত পৌনে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শেয়ার