সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে গত পাঁচ বছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে জিরা আমদানি কমেছে অন্তত ৬০ শতাংশ। আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, ভারতে জিরা সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি দাম বাড়ায় আমদানি কমেছে। ফলে সাতক্ষীরার অভ্যন্তরীণ বাজারে পণ্যটির দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। প্রতি কেজি জিরা ১ হাজার ১৯০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
এ বিষয়ে ভোমরা বন্দরের শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম পাঁচ মাস জুলাই-নভেম্বর পর্যন্ত এ বন্দর দিয়ে জিরা আমদানি হয়েছে ৪১৩ টন, যার বাজার মূল্য ১৪ কোটি ৫৬ লাখ টাকা। পরিমাণের দিক দিয়ে ২০২২-২৩ অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানি কমেছে অন্তত ৬০ শতাংশ। গত অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত বন্দরটি দিয়ে ১ হাজার ১৬৪ টন জিরা আমদানি হয়েছিল, যার আমদানি মূল্য ছিল ২১ কোটি ২৭ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী চলতি অর্থবছর ভোমরা স্থলবন্দর দিয়ে জিরা আমদানি কমেছে ৭৫১ টন।
এনজে