ভারতে খুচরা ও পাইকারি বাজারে গড়ে ৩০ শতাংশ কমেছে পেঁয়াজের দাম। দাম কমায় পণ্যটি রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে দেশটির সরকার।এক সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে এমন তথ্য দিয়েছে ইকোনমিক টাইমস। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, গত এক মাসে ভারতের খুচরা বাজারে পেঁয়াজের দাম কমেছে ৩০ শতাংশ, আর পাইকারি বাজারে কমেছে ৩৫ শতাংশ। তাই পেঁয়াজের দাম কমে যাওয়ায় দেশটির কেন্দ্রীয় সরকার রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা করছে।
ওই সরকারি কর্মকর্তা ইকোনমিক টাইমসকে বলেন, ‘ভারতের মূল উৎপাদনকেন্দ্রগুলোতে পেঁয়াজের দাম অনেকটা কমে গেছে। সে জন্য সরকার রফতানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চিন্তা করছে।’ যদিও আগে বলা হয়েছিল, পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা ৩১ মার্চ পর্যন্ত থাকবে। গত ৮ ডিসেম্বর ভারতের কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে।
মূলত দেশটিতে গত বছর পেঁয়াজ উৎপাদন কমে যাওয়ায় ডিসেম্বরের আগের তিন মাসে দেশটির বাজারে এই পণ্যের দাম দ্বিগুণ হয়ে যায়। পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভারতের কেন্দ্রীয় সরকার এর পর রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে।
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে ভারতের বাজারে দাম কমতে শুরু করে। কর্মকর্তারা বলছেন, এই সপ্তাহে খুচরা বাজারে পেঁয়াজের দাম কমে হয়েছে প্রতি কেজি ৩৯ রুপি। অথচ এক মাস আগেও দাম ছিল প্রতি কেজি ৫৯ রুপি। একইভাবে পাইকারি বাজারেও কমেছে দাম। বর্তমানে গড়ে প্রতি কুইন্টাল পেঁয়াজের দাম তিন হাজার ১৩৭ রুপি। এক মাস আগে যেখানে দাম ছিল চার হাজার ৮৮৫ রুপি। নিষেধাজ্ঞার পর মহারাষ্ট্রের পাইকারি বাজারে পেঁয়াজের দাম ৬০ শতাংশ কমেছিল।
সূত্র : ইকোনমিক টাইমস
এনজে