Top
সর্বশেষ

ভারতে গমের মজুদ কমে ১৬ বছরের সর্বনিম্নে

০৯ জানুয়ারি, ২০২৪ ১০:৩৫ পূর্বাহ্ণ
ভারতে গমের মজুদ কমে ১৬ বছরের সর্বনিম্নে

ভারতে গমের মজুদ ১৬ বছরের সর্বনিম্নে নেমেছে। তবে দেশটির কৃষি মন্ত্রণালয়ের প্রত্যাশা, ২০২৩-২৪ মৌসুমে ভারতে ১১ কোটি ৪০ লাখ টন গম উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি মন্ত্রণালয়ের এ রেকর্ড ফলন প্রত্যাশা পূরণ হলে রাষ্ট্রীয় কোষাগারে শস্যটির মজুদ বাড়াবে খাদ্য মন্ত্রণলায়। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।

এ বিষয়ে ফুড করপোরেশন অব ইন্ডিয়ার (এফসিআই) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অশোক কুমার মীনা বলেছেন, ‘আমরা আশা করছি, চলতি মৌসুমে গম আবাদি এলাকা বেড়েছে। এখন যদি আবহাওয়া ঠিক থাকে তাহলে ১১ কোটি ৪০ লাখ টন গম উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি মন্ত্রণালয় থেকেও আমাদের এমনটা জানানো হয়েছে।’

২০২২-২৩ বিপণন বছরে কৃষি মন্ত্রণালয়ের প্রত্যাশিত ১১ কোটি ৫ লাখ ৫০ হাজার টন গম উৎপাদন সত্ত্বেও খাদ্য মন্ত্রণালয় বছরটিতে মাত্র ২ কোটি ৬২ লাখ টন গম সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। ফলে ২০২২-২৩ মৌসুমে খাদ্য মন্ত্রণালয় তাদের প্রত্যাশিত ৪ কোটি ৪০ লাখ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়। তবে ব্যবসায়ী ও খাতসংশ্লিষ্টদের ধারণা গত বছরের মতো চলতি মৌসুমেও সরকারের প্রত্যাশার চেয়েও কম উৎপাদন হবে।

এনজে

শেয়ার