Top
সর্বশেষ

৪ শতাংশ বাড়তে পারে রাশিয়ার গ্যাস উত্তোলন

০১ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:০২ অপরাহ্ণ
৪ শতাংশ বাড়তে পারে রাশিয়ার গ্যাস উত্তোলন

রাশিয়ায় চলতি বছর প্রাকৃতিক গ্যাস উত্তোলন আগের বছরের তুলনায় ৪ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সাম্প্রতিক গ্যাস মার্কেট রিপোর্ট থেকে এ পূর্বাভাস মিলেছে।

এ বিষয়ে প্যারিসভিত্তিক সংস্থাটি জানায়, ২০২৩ সালে রাশিয়া ৬৪ হাজার কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে, ২০২২ সালের তুলনায় যা ৫ শতাংশ কম। তবে চলতি বছর উত্তোলন ৬৬ হাজার ৪০০ কোটি ঘনফুটে উন্নীত হতে পারে। দেশটিতে গ্যাসের ব্যবহারও আগের বছরের তুলনায় ২ শতাংশ বাড়ার সম্ভাবনা দেখছে সংস্থাটি। ব্যবহারের পরিমাণ দাঁড়াতে পারে ৫০ হাজার ৩০০ কোটি ঘনফুটে। আইইএ মনে করছে, চলতি বছর উত্তোলন বাড়লেও গ্যাস রফতানি গত বছরের মতোই প্রায় অপরিবর্তিত থাকবে।

ইউরোপ একসময় গ্যাস রফতানিতে রাশিয়ার সবচেয়ে বড় বাজার ছিল। কিন্তু ইউক্রেন যুদ্ধের পর থেকে এ অঞ্চলের দেশগুলো রাশিয়ার ওপর থেকে গ্যাস আমদানিনির্ভরতা কমাচ্ছে। ফলে সেখানে গ্যাসের বাজার হারাচ্ছে রাশিয়া। বিকল্প হিসেবে দেশটি এশিয়ার বাজারে বিক্রি বাড়াচ্ছে। বিশেষ করে যুদ্ধের পর থেকে চীন ও ভারত দেশটির জ্বালানি পণ্যের বড় ক্রেতায় পরিণত হয়েছে। এসব দেশে রফতানি বাড়ার কারণেই উত্তোলন বাড়াচ্ছে দেশটি।

এনজে

শেয়ার