নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকারকে গদি থেকে না নামানো পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তার আগে আমরা রাস্তা ছাড়ব না ।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।আয়োজক সংগঠনের আহ্বায়ক এম জাঙ্গাহীর আলমের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, সরকারকে যেতে হবেই। তার আগে আমরা রাস্তা ছাড়ব না। আমাদের আন্দোলন যাত্রা থামবে না, যতক্ষণ পর্যন্ত এই সরকারকে গদি থেকে নামাতে না পারব। আর তাদের যেতে হবেই। আওয়ামী লীগের দিন বড় খারাপ। আরও খারাপ আসবে। খুব বেশি দিন লাগবে না।
তিনি বলেন, সংসদ নির্বাচনের আগে থেকে আমরা লড়াইয়ের রাস্তায় আছি। রাস্তা ছেড়ে যাব না। এর মধ্যেই বিরোধী দল আবার মিছিল শুরু করেছে। কর্মসূচি দিচ্ছে। পুলিশের ভয় যদি পাই তাহলে এখানে আসছি কেন?
মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ এখন বলে আমরা ৫ বছর থাকব। তারা নিজেরাই বুঝতে পারছে না যে, কয়দিন থাকবে। কারণ তিন মাসের মধ্যে পিঁয়াজ ও চাল কেনার টাকা যদি না থাকে, গরিব মানুষের এবং চাকরিজীবীদের বেতন দেয়ার টাকা যদি না থাকে তাহলে এই সরকার চলবে কেমনে?
বিএইচ