Top
সর্বশেষ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন

২১ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ণ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন

বর্তমানে বিশ্বে জ্বালানি তেলের ব্যবহার সবচেয়ে বেশি হয় যুক্তরাষ্ট্রে। তবে দেশটিতে মূল্যস্ফীতি ও উচ্চ সুদহারের কারণে সাধারণ ভোক্তারা এর ব্যবহার কমিয়ে দিতে পারেন, এমন আশঙ্কায় বিশ্ববাজারে পণ্যটির দরপতন হয়েছে। বাজারে গতকাল মার্চে সরবরাহ চুক্তিতে আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম কমেছে দশমিক ৭ শতাংশ বা ব্যারেলে ৬১ সেন্ট। এ চুক্তিতে পণ্যটি বিক্রি হচ্ছিল প্রতি ব্যারেল ৮২ ডলার ৮৬ সেন্টে। মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দশমিক ৫ শতাংশ কমে বিক্রি হচ্ছিল ৭৮ ডলার ৭৮ সেন্টে। এদিন ডব্লিউটিআইয়ের দাম কমেছে ব্যারেলে ৪১ সেন্ট।

বাজারে মার্চে সরবরাহ চুক্তিকে ফ্রন্ট মান্থ কন্ট্রাক্ট হিসেবে বিবেচনার আজই শেষ দিন। কাল থেকে এটিকে স্পট ও এপ্রিলে সরবরাহ চুক্তিকে ফ্রন্ট মান্থ কন্ট্রাক্ট হিসেবে ধরা হবে। বাজারে গতকাল এপ্রিলে সরবরাহ চুক্তিতে আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম কমেছে দশমিক ৮ শতাংশ বা ব্যারেলে ৬০ সেন্ট। এ চুক্তিতে পণ্যটি বিক্রি হচ্ছিল প্রতি ব্যারেল ৭৭ ডলার ৮৬ সেন্টে। মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনায় ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) আগেই চাহিদার পূর্বাভাস কমিয়েছিল।

সিঙ্গাপুরভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ফিলিপ নোভার বিশ্লেষক প্রিয়াঙ্কা সচদেভা এক রিসার্চ নোটে বলেছেন, ‘ডব্লিউটিআই ও ব্রেন্ট সোমবার সকালে নিম্মমুখী হয়েছে। কারণ বিনিয়োগকারীরা মার্কিন উৎপাদন মূল্য সূচকে উল্লেখযোগ্য ধাক্কার পর চাহিদা নিয়ে শঙ্কার বিষয়টি মাথায় রেখে পুনরায় সামঞ্জস্য করেছে।’

পরিষেবা ব্যয় বেড়ে যাওয়া তথা মূল্যস্ফীতির মধ্যেই গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে উৎপাদক পর্যায়ে দাম ধারণার চেয়েও বেশি বেড়েছে। চীনে সপ্তাহব্যাপী চান্দ্র নববর্ষের ছুটি শেষে বাজারে এখনো দেশটির চাহিদার বিষয়টি সেভাবে দৃশ্যমান হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডে-র কারণে গতকাল দেশটিতে সরকারি ছুটির দিন ছিল। তার ওপর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেমের নীতিনির্ধারকরা শুক্রবার সুদহার কমানোর বিষয়ে ‘ধৈর্য ধারণের’ কথা বলেছেন। ক্রমবর্ধমান সুদহার জ্বালানি তেলের মতো পণ্য কেনার খরচ বাড়িয়ে দিচ্ছে। এতে ভোক্তাদের চাহিদায় নেতিবাচক প্রভাব পড়ছে।

সপ্তাহান্তে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত ছিল। ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দ্বিতীয় বৃহত্তম হাসপাতালের পরিষেবা বন্ধ হয়ে গেছে। অন্যদিকে গাজার যুদ্ধকে কেন্দ্র করে উত্তেজনার পারদ বেড়েছে লোহিত সাগরে। শনিবার ভারতগামী একটি ব্রিটিশ তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানাতে নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে।

এএনজেড রিসার্চের বিশ্লেষকদের মতে, পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের দৈনিক বাড়তি উৎপাদনক্ষমতা ৬ দশমিক ৪ মিলিয়ন ব্যারেল তথা আট বছরের শীর্ষে পৌঁছনোয় তাদের পক্ষে বেশির ভাগ সংকট সামাল দেয়া সম্ভব হবে।

এনজে

শেয়ার