চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। এসময় ধারালো অস্ত্র সহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
শনিবার (১৬ মার্চ) রাত ১ টা ৪৫ মিনিটের দিকে মিরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের কমরআলী রাস্তার মাথা এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে আটককৃত আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা হলো নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর এলাহী এলাকার আবু সিদ্দিকের ছেলে মো. খোকন (২৮), চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার মুছাপুর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. সুমন মিয়া (৩৩), নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর এলাহি এলাকার মৃত জামাল মিয়ার ছেলে মো. মোস্তফা প্রকাশ চৌধুরী (৩৫), বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেন্দারপুর এলাকার মৃত আলতাফ আলীর ছেলে মো. রাসেল হোসেন (৩৩) ও কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার দক্ষিণ সাত্তলি এলাকার মো. মোস্তফার ছেলে মো. মনসুর আলম (৩৬)। এসময় আরো ৫ থেকে ৬ জন ডাকাত সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।
মিরসরাই থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত দেড়টার সময় মিরসরাই থানাধীন ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ কমর আলী রাস্তার মাথা হইতে ৫০গজ পশ্চিমে একটি ইট বালির দোকানের সামনে আন্তজেলা ডাকাত দলের সদস্যরা সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
অস্ত্রশস্ত্র সহ ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে মিরসরাই থানা পুলিশের এসআই (নিরস্ত্র) মো. আশরাফ ছিদ্দিক তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। এসময় ৫জন ডাকাতকে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ আটক করতে সক্ষম হয়।
মিরসরাই থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আটককৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা রুজুপূর্বক তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মিরসরাইয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি-চিন্তায়-ডাকাতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।