Top

স্বর্ণের গুঁড়োসহ চট্টগ্রাম বিমানবন্দরে ধরা পড়লো যুবক

১৭ মার্চ, ২০২৪ ৫:৪৫ অপরাহ্ণ
স্বর্ণের গুঁড়োসহ চট্টগ্রাম বিমানবন্দরে ধরা পড়লো যুবক
নিজস্ব প্রতিবেদক :

গুঁড়ো করে ট্যাপ দিয়ে মুড়িয়ে সুকৌশলে ব্যাগেজের ভিতরে করে লুকিয়ে আনা হয়েছিল স্বর্ণ। যদিও এতে লাভ হয়নি। শেষ পর্যন্ত ধরা পড়লো বিমানবন্দর এনএসআই টিমের হাতে।

ররিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৭ দিকে সন্দেহজনক মনে হওয়ায় ১ জন যাত্রীকে তল্লাশির মাধ্যমে তার কাছ থেকে ২৩৫ গ্রাম নিখাঁদ স্বর্ণের গুঁড়ো (২৪ ক্যারেট) এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার (২২ ক্যারেট) এবং ১ টি স্বর্ণবার (২৪ ক্যারেট, ১১৬.৫ গ্রাম)সহ মোট ৪৫১ গ্রাম প্রায় অর্ধ কেজি স্বর্ণ উদ্ধার করেন এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম।

যার সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৩৯ লক্ষ ৮৫ হাজার ৪২০ টাকা। এই যাত্রীর নাম মোহাম্মদ নেজাম উদ্দিন। তার বাড়ী চট্টগ্রামের বোয়ালখালীতে। উক্ত যাত্রী এয়ার এরাবিয়ার ফ্লাইট যোগে শারজাহ হতে সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছায়।

এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর জানায়, যাত্রী ফ্রিকুয়েন্টলি ব্যাগেজ পার্টির মালামাল পরিবহন করেন। উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের নিকট হস্তান্তর করা হয়েছে। উক্ত যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় বিমানবন্দর কাস্টমস কর্তৃক ফৌজদারী মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসকে

শেয়ার