দক্ষিণ কোরিয়ায় সংসদীয় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার (১০ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৬টায় ভোট শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বুধবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
আল জাজিরা জানায়, এই নির্বাচনকে রাষ্ট্রপতি ইউন সুক ইওলের প্রশাসনের মধ্যবর্তী মূল্যায়ণ হিসাবে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট ইউনের শাসনের মেয়াদ এখনও তিন বছর বাকি আছে। কিন্তু জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি, দুর্নীতি, ডাক্তারদের চলমান ধর্মঘটের কারণে উদ্ভূত রাজনৈতিক সংকট মোকাবিলায় সমালোচনার মুখে পড়েছেন ইউন।
প্রতিবেদনে আরও জানানো হয়, দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৫৪ জন সংসদ সদস্য স্থানীয় জেলায় সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন এবং বাকি ৪৬ জন দলীয় সমর্থন অনুযায়ী আসন বরাদ্দ পাবেন।
রিপাবলিক অব কোরিয়ার ন্যাশনাল ইলেকশন কমিশন (এনইসি) জানিয়েছে, দেশটিতে এবার মোট ভোটার ৪ কোটি ৪২ লাখ ৮০ হাজার ১১ জন।
এবারের নির্বাচনী যুদ্ধে লড়ছে প্রধান দুটি দল। ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টি (পিপিপি) এবং প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়া (ডিপিকে)। দুই দলই তরুণ ভোটারদেরকে গুরত্ব দিয়ে তাদের নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
ইউনের দল যদি ব্যর্থ হয়, তবে তিনি তার পররাষ্ট্র নীতির অর্জন ছাড়া দায়িত্ব ছাড়ার আগে তেমন কোনো অর্জনই দেখাতে পারেননি।
সূত্র: আল জাজিরা
বিএইচ