Top

এমভি আবদুল্লাহকে জি‌ম্মি করা ৮ জলদস্যু গ্রেফতার

১৪ এপ্রিল, ২০২৪ ৭:১০ অপরাহ্ণ
এমভি আবদুল্লাহকে জি‌ম্মি করা ৮ জলদস্যু গ্রেফতার

বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহকে জি‌ম্মি করে মুক্তিপণ নেওয়া জলদস্যু গ্রুপের ৮ সদস্যকে গ্রেফতার করেছে সোমালিয়ার পুলিশ। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ফেডারেল রাজ্য পুন্টল্যান্ডের পূর্ব উপকূল থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুন্টল্যান্ড পুলিশ ফোর্সের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সোমালিয়ার সংবাদমাধ্যম গারোয়ে অনলাইনকে জানিয়েছেন, জলদস্যুরা বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহকে আটক করেছিল।

তবে জলদস্যুদেরকে দেওয়া মুক্তিপণের অর্থ উদ্ধার করা গেছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক পুন্টল্যান্ডের এক পুলিশ কর্মকর্তা গারোওয়ে অনলাইনকে বলেন, মুক্তিপণ আদায়ের এই চর্চা জলদস্যুদের তৎপরতাকে আরও উৎসাহিত করতে পারে। পুন্টল্যান্ডের উপকূলরেখা জলদস্যুদের টার্গেটে রয়েছে।

মার্চের মাঝামাঝি সময়ে ২৩ জন ক্রুসহ বাংলাদেশি জাহাজটি অপহরণ করা হয়েছিল। পুন্টল্যান্ড মেরিন পুলিশ ফোর্স সোমালিয়ার আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় উপকূলরেখা বরাবর নজরদারি বাড়িয়েছে। এই প্রচেষ্টা এই অঞ্চলকে অনেকাংশে স্থিতিশীল করছে।

এম জি

শেয়ার