Top

নোয়াখালীতে দুই উপজেলায় মা-ছেলেসহ চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়ন জমা

১৫ এপ্রিল, ২০২৪ ৭:০১ অপরাহ্ণ
নোয়াখালীতে দুই উপজেলায় মা-ছেলেসহ চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়ন জমা
নোয়াখালী প্রতিনিধি :

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামি ৮ মে উপজেলা দুটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে দুটি উপজেলায় মা-ছেলে’সহ চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী নিজেদের মনোনয়ন জমা দিয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তথ্যগুলো নিশ্চিত করেছেন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম।

নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, সুবর্ণচর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম এবং নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইসরাক শাবাব চৌধুরী। উপজেলাটিতে ভাইস চেয়ারম্যান পদে মো. আবদুল্যাহ আল মামুন, মো. ফয়সাল, মো. ফরহাদ হোসেন চৌধুরী, মো. রফিক উল্যাহ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলেয়া বেগম, বিবি ফাতেমা, মুন্নী আহমেদ ও সালমা সুলতানা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

অপরদিকে, হাতিয়ায় চেয়ারম্যান পদে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আয়েশা ফেরদাউস, তার ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আশিক আলী এবং জাতীয় পার্টি থেকে মনোনয়ন জমা দিয়েছেন মুসফিকুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন, মো. কেফায়েত উল্যাহ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামছুন নাহার বেগম।

প্রসঙ্গত, আগামি ১৭ এপ্রিল মনোনয়ন যাছাই-বাছাই, ২২ এপ্রিল প্রত্যাহার, ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ ও আগামি ৮ মে উপজেলা দুটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এসকে

শেয়ার