গত ২৯ এপ্রিল সোমবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের খিলপাড়া গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী জাকির হোসেন (কালন) এর একমাত্র কন্যা সন্তান তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু তানজিম সুলতানা ঝুমু (৮) স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে ধর্ষণ শেষে নৃশংসভাবে হত্যা করে ধান ক্ষেতে ফেলে রেখে হত্যাকারী পালিয়ে যায়।
এর প্রতিবাদে গত ৩০ এপ্রিল মঙ্গলবার কুমিল্লা সদর দক্ষিণ নাগরিক কল্যাণ সোসাইটির উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হত্যাকারীকে ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। এর নেতৃত্বে ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ নাগরিক কল্যাণ সোসাইটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান (রিপন)।
মানববন্ধনে স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অনলাইন নিউজ পোর্টাল, টিভি, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রচারের মাধ্যমে বিষয়টি সকলের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
বুধবার কুমিল্লা সদর দক্ষিণ গলিয়ারা উত্তরে এক সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান (রিপন) বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর র্যাব- ১১ তাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যাকারী মাদকাসক্ত মফিজুল ইসলামকে গত ৩০ এপ্রিল মঙ্গলবার রাত ১১ টার সময় চাঁদপুর জেলার শাহরাস্তি এলাকা থেকে গ্রেফতার করে। নৃশংস এই হত্যাকারীকে দ্রুত গ্রেফতারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন পরিলক্ষিত হয়। নৃশংস এই হত্যাকারীর খুব শীঘ্রই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর হবে বলে আমরা মনেপ্রাণে বিশ্বাস করি।
দ্রুততম সময়ের মধ্যে আসামীকে গ্রেফতার করায় কুমিল্লা সদর দক্ষিণ নাগরিক কল্যাণ সোসাইটির পক্ষ থেকে আমরা আপনাদের এবং আইন-শৃঙ্খলা বাহিনী তথা র্যাব-১১ কে অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, প্রকৃতপক্ষে আমাদের এই এলাকাটি একটি শান্তিপ্রিয় এলাকা হিসেবেই পরিচিত। এখানকার লোকজনের মধ্যে কোনোকালেই সৌহার্দ্য, সম্প্রীতির কমতি ছিলোনা। মোদ্দাকথা এক অকৃত্রিম ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিলাম আমরা। কিন্তু হালে এমন কিছু চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যা এর আগে এই এলাকার মানুষ কখনো শুনেছে বলেও মনে হয় না। অবশ্য এরকম পরিবেশ একদিনে তৈরি হয়নি। নেতৃত্বে অদূরদর্শিত, রাজনৈতিক প্রতিহিংসা তথা অসুস্থ রাজনীতি, অপশাসন, দুর্নীতি, দুর্বৃত্তায়নের বেড়াজালে আচ্ছন্ন আজ এই জনপদ। খুব শীঘ্রই আমরা এগুলো থেকে বের হতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি বাসযোগ্য সমাজ রেখে যেতে ব্যর্থ হবো।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সংবাদকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসকে