Top

ফেনীতে ট্রেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় এমপি নাসিমের উদ্যোগ

০২ মে, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ
ফেনীতে ট্রেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় এমপি নাসিমের উদ্যোগ
ফেনী প্রতিনিধি :

ফেনীতে ট্রেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণ করেছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

গত ১৮ এপ্রিল সকল প্রকার যুক্তি উপস্থাপন করে এ ব্যাপারে বস্ত্র ও পাট মন্ত্রী সংসদীয় প্যাডে লিখিত আবেদন পাঠিয়েছেন তিনি।

জেলার পরিত্যক্ত দোস্ত টেক্সটাইল মিল এরিয়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি টেক্সটাইল প্রতিষ্ঠার দাবি জানিয়ে লিখা ওই চিঠিটির অনুলিপি শিক্ষা মন্ত্রীকেও পাঠানো হয়েছে।

প্রসঙ্গত,ফেনী শহরতলীর রাণিরহাটে ২১ দশমিক ৫৫ একর জমিতে অবস্থিত দোস্ত টেক্সটাইল মিলস। এটি দীর্ঘ ১৫-১৬ বছর ধরে বন্ধ থাকায় বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছ। ১৯৬৪ সালে পাকিন্তানী শিল্পপতি দোস্ত মোহাম্মদ মিলটি স্থাপন করেন।

১৯৭২ সালে বাণিজ্যিকভাবে মিলটি জাতীয়করণ করা হয়। বিটিএমসি পরিচালিত ফেনীর দোস্ত টেক্সটাইল মিলটি শুধুমাত্র কাঁচামালের অভাব দেখিয়ে ২০০৮ সালের জানুয়ারিতে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ৩ বছর বন্ধ থাকার পর ২০১১ সালের মার্চে ফের উৎপাদন শুরু হলেও ৪ মাসের মাথায় আবার বন্ধ হয়ে যায় লাভ-জনক এ প্রতিষ্ঠানটি।

আর প্রতিষ্ঠার পর থেকে ২০০৭ সাল পর্যন্ত দেশের বিটিএমসির নিয়ন্ত্রণাধীন ৭৪টি টেক্সটাইল মিলের মধ্যে দোস্ত টেক্সটাইল মিল প্রতি বছর প্রথম বা দ্বিতীয় স্থান অর্জন করতো।

পাশাপাশি বন্ধের আগ পর্যন্ত মিলে ১৮ জন কর্মকর্তা, ৫৪ জন কর্মচারী এবং সাত শত শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে মিল ছেড়ে যেতে হয়।

এসকে

শেয়ার