Top

কুমিল্লায় ইমামকে লাঞ্ছিত, ক্ষোভ জানিয়েছে শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ

০৫ মে, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ
কুমিল্লায় ইমামকে লাঞ্ছিত, ক্ষোভ জানিয়েছে শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ
কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার লালমাই উপজেলার হাজতখোলা বাজার সংলগ্ন বড় চলুন্ডা উত্তরপাড়া জামে মসজিদের মাওলানা মেজবাহ উদ্দিন নামে এক ইমামকে একাধিকবার লাঞ্ছিত করেন একই এলাকার ডাক্তার আবুল হাশেম ওরফে হাশেম মাস্টার।

ভুক্তভোগী ইমাম জানান, মসজিদে জুমুআর খুতবায় তিনি মুমীন, মুনাফেক ও সুদ সম্পর্কে আলোচনা করেন। এতে তারপ্রতি ক্ষীপ্ত হন উক্ত এলাকার হাশেম মাস্টার।

ইমাম দাবী করেন, ব্যক্তিগতভাবে অপছন্দ হওয়ায় এর আগেও হাশেম মাস্টার তাঁকে একাধিকবার মানসিক নির্যাতন করেছেন। শুধু তাইনয়, তিনি তাঁকে গুম করে ফেলারও হুমকি দেন।

ইমামকে বিদায়ের দিন সকালে মক্তবে বাচ্চাদের পড়াচ্ছিলেন ইমাম মাওলানা মেজবাহ উদ্দিন। এসময় হাশেম মাস্টার মক্তবে ঢুকে আক্রমনাত্মকভাবে ইমামকে উদ্দেশ্যে করে জানতে চান- কি পড়াচ্ছেন? ইমাম বলেন, বাচ্চাদেরকে কুরআন শরীফ পাড়াচ্ছি। তখন হাশেম মাস্টার বলেন, ‘আপনি কি আমার বা’ল নি পড়াচ্ছেন?

অশালীন ভাষায় এ কথা বলে তিনি একাধিকবার তেড়ে যান ইমামকে মারতে।

পরবর্তীতে হাশেম মাস্টার প্রভাব খাটিয়ে মসজিদের সভাপতিকে বাধ্য করেন ইমামকে বিদায় করে দিতে। বিদায়ের দিন ইমাম সকালের নাস্তা খাবেন, এমন সময় তাঁকে নাস্তা খাওয়ার সুযোগ না দিয়ে জোরপূর্বক এলাকা থেকে বিদায় করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী এ ইমাম।

এ বিষয়ে ভুক্তভোগী ইমাম অভিযোগ করেন খতীবদের জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয়ে। শানে সাহাবা থেকে বিষয়টি জানানো হয়েছে জেলা প্রশাসককে। কুমিল্লার জেলা প্রশাসক লালমাই উপজেলা নির্বাহী অফিসারকে এ বিষয়ে যথাযথ উপায়ে ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন বলে জানান।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি আবুল হাশেমের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি থানায় ইমামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি। আমি এখন কিছু বলতে পারবোনা।

এ বিষয়ে লালমাই উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরী বলেন, ঢাকা থেকে শানে সাহাবা নামের খতিব কাউন্সিলের কেন্দ্রীয় নেতারা আমাদের নিকট বিষয়টি অবগত করেছ ও ডিসি মহোদয়ও বিষয়টি জানেন। লিখিত অভিযোগের পর আমরা আইনানুগ ব্যবস্থা যা করার তা করব।

এসকে

শেয়ার