Top

উপজেলা নির্বাচন: মিরসরাই-সীতাকুণ্ডে ভোটার শূন্য কেন্দ্র

০৮ মে, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ
উপজেলা নির্বাচন: মিরসরাই-সীতাকুণ্ডে ভোটার শূন্য কেন্দ্র
চট্টগ্রাম প্রতিনিধি :

উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে বুধবার (৮ মে) সকাল আটটা থেকে। চট্টগ্রামের মিরসরাই – সীতাকুণ্ডে অল্প কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি থাকলেও বেশির ভাগ কেন্দ্র সকাল থেকে ফাঁকা।

এদিকে বেলা বাড়ার সাথে সাথে মেঘলা আকাশ গুড়ি গুড়ি বৃষ্টিতে ভোটকেন্দ্রগুলো একেবারে ফাঁকা হয়ে গেছে। কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাচনে অলস সময় পার করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মিরসরাইয়ের বড়তাকিয়া জাহেদিয়া মাদরাসা কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা ওমর ফারুক জানান, দুপুর ১১টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে মাত্র ১%। সকালের দিকে অল্পকিছু ভোটার দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি একেবারে নেই।

করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা আবদুল্লাহ খান জানান, বেলা ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৫০টি। ভোটার উপস্থিতি ভোটার অনুযায়ী নগণ্য। এখানে মোট ভোটার সাড়ে ৩ হাজারের বেশি। তবে এখন পর্যন্ত কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মঘাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে থাকা লিটন চন্দ্র নাথ জানান, সকাল ১০টা পর্যন্ত ৩৬৫১ ভোটারের মধ্যে মোট ভোট কাস্ট ২৫৫। কেন্দ্রের বাইরে গোলযোগের ঘটনা শুনেছি। তবে কেন্দ্রের মধ্যে কোনো সমস্যা হয়নি।

স্থানীয় মাজহারুল স্কুল কেন্দ্রে ভোট দিতে আসা নুরুল আজহার আজিজ জানায়, আমার বাড়ির প্রায় ৮০ জন ভোটার। ভোটের প্রতি তেমন আগ্রহ নেই কারো। আমি বাজারে যাচ্ছি সে সুবাদের ভোট দিলাম।

এদিকে সীতাকুণ্ডের জাফরনগর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তৌহিদুল আলম চৌধুরী বলেন, দুপুর ১২ টা পর্যন্ত ২০ শতাংশ ভোট কালেকশন হয়েছে। তবে এখানে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, সীতাকুণ্ড উপজেলার সবকটি ভোট কেন্দ্রে নির্বিঘ্নে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখনো পর্যন্ত কোথাও থেকে কোন বিশৃঙ্খলার খবর আসেনি বলে জানান তিনি।

এসকে

শেয়ার