গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রী যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, ‘আমরা কখনো আর দুর্দিন দেখতে চায় না। কিন্তু বাংলাদেশের অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তার ভিশন স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য, ক্ষুধা মুক্ত দারিদ্র্য মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য, একটি উন্নত বাংলাদেশ করার জন্য যে লড়াই সেই লড়াইয়ের পথে ছাত্রলীগ সব সময় সদা সতর্কভাবে তার সাথে থাকবে এটাই আমরা চাই।’
শুক্রবার (১০মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জেলা ছাত্রলীগের বিশেষ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘ধর্মপ্রাণ হওয়ার জন্য সাম্প্রদায়িক হওয়ার প্রয়োজন নেই। ধর্ম যার যার রাষ্ট্র সকলের। সুতরাং যার যার ধর্ম সে পালন করবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের পথ ছিল মুক্তির পথ,স্বাধীনতার পথ, অসাম্প্রদায়িকতার পথ, গণতন্ত্রের পথ, শোষণ মুক্তির পথ এবং সকল মানুষের জন্য তার অধিকার সুসংহত করার পথ। সেই পথে আমরা পথ চলেছি, এখনো পথ চলছি। ছাত্রলীগ এখনো পর্যন্ত কোনো বিচ্যুতি ছাড়া এই পথে আছে।’
কর্মীসভায় উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আমি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির সাথে আলোচনা করেছি। আমরা ২৭ এবং ২৮ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সম্মেলন করতে চাই। ২৭ তারিখ আমরা প্রকাশ্য অধিবেশন করবো। ২৮ তারিখ জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে আমরা সম্মেলনের সমাপ্তি টানবো।’
কর্মীসভায় জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সহ-সভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুরাপ মিয়া সোহাগ, উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আহসান হাবিব বাঁধন, সহ-সভাপতি তামান্না জেসমিন রিভা, অর্থ বিষয়ক সম্পাদক সাকিব আল হাসান, উপ-তথ্য ও গভেষণা বিষয়ক সম্পাদক নূর আল আমিন, উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সহ-সম্পাদক রাকিবুল হাসান,সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ লুৎফুর রহমান,উপ-সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক ফালগুনী দাস তন্নী,উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম,উপ-নাট্য ও বির্তক বিষয়ক সম্পাদক ইসরাত জাহান নূর ইভা এবং উপ-টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদক কে এম নাজিব হয়দার।
এসকে