Top
সর্বশেষ

আফগানিস্তানে ফের ভারি বৃষ্টি-বন্যা, নিহত ৫০

১৮ মে, ২০২৪ ৩:১৯ অপরাহ্ণ
আফগানিস্তানে ফের ভারি বৃষ্টি-বন্যা, নিহত ৫০

মধ্য আফগানিস্তানে টানা বৃষ্টি ও বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ মে) থেকে শুরু হওয়া বৃষ্টিতে কতজন মানুষ আহত হয়েছে তা এখনো জানা যায়নি।

শনিবার (১৮ মে) কেন্দ্রীয় ঘোর প্রদেশের তথ্য বিভাগের প্রধান মওলভী আব্দুল হাই জাইমের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

মওলভী আব্দুল হাই জাইম বলেন, প্রদেশের রাজধানী ফিরোজ-কোহতে প্রায় ২ হাজার বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, ৪ হাজার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২ হাজারেরও বেশি দোকান পানির নিচে রয়েছে।

গত সপ্তাহে, ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় উত্তর আফগানিস্তানের গ্রামগুলোকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে। ওই বন্যার অন্তত ৩১৫ জন নিহত এবং ১ হাজার ৬০০ জনেরও বেশি আহত হয়েছে।

আফগানিস্তান প্রাকৃতিক দুর্যোগের জন্য ঝুঁকিপূর্ণ একটি দেশ। জাতিসংঘ জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে বিবেচনা করে আফগানিস্তানকে।

বিএইচ

শেয়ার