Top

খাগড়াছড়িতে চেয়ারম্যান প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

১৯ মে, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ
খাগড়াছড়িতে চেয়ারম্যান প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়
খাগড়াছড়ি প্রতিনিধি :

আসছে উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র গোলযোগ, প্রভাব বিস্তারসহ নানা অভিযোগ এনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে খাগড়াছড়ি সদর উপজেলার আনারস প্রতীক চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম।

রবিবার (১৯ মে) বেলা ১২টায় খাগড়াছড়ি শহরের নারিকেল বাগান এলাকার আনারস প্রতীক নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় আনারস প্রার্থী অভিযোগ করেন, একটি চক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা প্রভাব বিস্তারের মধ্য দিয়ে কেন্দ্র দখল, ভোটারদের ভয়-ভীতি প্রদর্শনের আশঙ্কার কথা জানিয়ে নির্বাচন বিরূপ প্রভাব বিস্তার করে নির্বাচন স্থগিতের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন।

এসময় তিনি, প্রশাসন, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন। তিনি জানান, খাগড়াছড়ি সরকারী কলেজ, রহমতপুর কুমিল্লাটিলা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, মুসলিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটসহ ৬টি কেন্দ্রে প্রভাব বিস্তারের আশঙ্কার কথা তুলে ধরেন।

এ সময় সাবেক ছাত্রনেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, জেলা শ্রমিকলীগের সভাপতি জানু শিকদার কাউন্সিলর বাচ্চু মণি চাকমা, কাউন্সিলর অতিশ চাকমা, সাবেক ছাত্রলীগ নেতা মংসাপ্রু মারমা, সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল বাহার, রুথান মারমা, উপস্থিত ছিলেন।

এতে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি জীতেন বড়ুয়া।

এসকে

শেয়ার