Top
সর্বশেষ

চাঁদপুরের তিন উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন

২১ মে, ২০২৪ ৫:২৯ অপরাহ্ণ
চাঁদপুরের তিন উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন
চাঁদপুর প্রতিনিধি :

ষষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপের নির্বাচনে চাঁদপুরের তিনটি উপজেলায় চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহারাস্তি উপজেলা পরিষদ নির্বাচন ইভিএম এর মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

এদিন সকাল ৮ টা থেকে ভোট কেন্দ্রে অল্প অল্প করে ভোটারদের উপস্থিতি বাড়াতে থাকে, চাঁদপুর শহরের শোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শোলঘর উচ্চ বিদ্যালয়, টেকনিক্যাল স্কুল, সরকারি কলেজ, দর্জিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, লেডি প্রতিমা মিত্র উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে নারী-পুরুষ ও নতুন ভোটারদের বেশ উপস্থিতি ছিলো।

শোলঘর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে আসা জেসমিন আক্তার বলেন, এই প্রথম আমি ভোট দিতে এসেছি। ইভিএম ভোট দিতে সংশ্লিষ্ট কর্মতর্কতারা ধারণা দেওয়ায় সহজেই ভোট দিতে পেরেছি।

একই কেন্দ্রে ভোট দিতে আসা জামিলুর রহমান জানান, আগে ব্যালেটের মাধ্যমে ভোট দিতে ঝামেলা হতো। এবার ইভিএম এ খুব সহজেই ভোট দিতে পেরেছি।

ভোট দিতে আসা সরকারি কলেজে মো. মহিউদ্দিন জানান, ইভিএম এর কারণে একজনের ভোট আরেকজন দেয়া সম্ভব না। সরকারের এটি একটি গ্রহণযোগ্য উদ্দ্যোগ। আমাদের এই কেন্দ্রে নির্বাচনী পরিবেশ খুবই ভালো।

৩ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ কয়েকস্তরের আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছেন।

এদিকে হাজীগঞ্জ ও শাহারাস্তি উপজেলায় ও একই সময় ভোটগ্রহণ শুরু হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে কড়া নিরাপত্তায় ভোট হচ্ছে, এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতকর ঘটনার খবর পাওয়া যায় নি।

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ জানান, সকাল থেকে সুন্দর পরিবেশে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ চলছে এখনো কোথাও সমস্যার সংবাদ আসেনি। আমাদের পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে আছে আশাকরি ভালো ভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হবে।

এসকে

শেয়ার