Top
সর্বশেষ

দীঘিনালায় পিসিপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২৩ মে, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ
দীঘিনালায় পিসিপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির দীঘিনালায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)র ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ ও ৫ম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১১টায় দীঘিনালা উপজেলার লারমা স্কোয়ার সংলগ্ন কল্পরঞ্জন মাঠ থেকে জাতীয় অস্তিত্ব ও জন্মভূমির অস্তিত্ব রক্ষার্থে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে ছাত্র ও যুব সমাজে বৃহত্তর জুম্ম জাতীয় ঐক্য গড়ে তুলুন স্লোগানে আয়োজিত কর্মসূচি উদযাপনে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কল্পরঞ্জন মাঠে এসে শেষ হয়।

পরে জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে ছাত্র সমাবেশ ও কাউন্সিলে অংশ নেয় নেতৃবৃন্দরা।

পার্বত্য চুক্তি বাস্তবায়নে ষড়যন্ত্রের কথা তুলে ধরে এতে বক্তারা বলেন, পার্বত চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বিকল্প নেই। এ চুক্তির ইতিহাস অনেক দীর্ঘ এবং রক্ত ঝরার মধ্য দিয়ে এসেছে চুক্তি সম্পাদিত হলেও এখনো বাস্তবায়ন নিয়ে ষড়যন্ত্র থেকে ৭২টি ধারার মধ্যে অবাস্তবায়িক ধারাসমুহ বাস্তবায়ে সকলে সজাগ থাকার আহ্বান জানান তারা। পার্বত্য চুক্তি বাস্তবায়নেই পাহাড়ের শান্তি নিহিত বলে উল্লেখ করে ইউপিডিএফকে ষড়যন্ত্রকারী সংগঠন বলে আখ্যায়িত করে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতারা।

এতে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন। এতে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি দীপন চাকমার সভাপতিত্বে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লবিয়ত চাকমা সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমা, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক অসীম প্রিয় চাকমা, পিসিপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় চাকমা, সদস্য বাবু চাকমা, লংগদু উপজেলার সভাপতি দিপন চাকমা উপস্থিত ছিলেন।

এসকে

শেয়ার