Top
সর্বশেষ

ঘূর্ণিঝড় মোকাবিলায় নোয়াখালীতে প্রস্তুত ৪৬৬টি আশ্রয়কেন্দ্র

২৫ মে, ২০২৪ ৫:৩৯ অপরাহ্ণ
ঘূর্ণিঝড় মোকাবিলায় নোয়াখালীতে প্রস্তুত ৪৬৬টি আশ্রয়কেন্দ্র
নোয়াখালী প্রতিনিধি :

সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘রেমাল‘ মোকাবিলায় নোয়াখালীর ৫ টি উপকূলীয় উপজেলায় ৪৬৬ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগে উপকূলের দুর্যোগ কবলিতদের সহযোগিতার লক্ষে রেডক্রিসেন্ট ও সিপিপির ৮ হাজার ৯১০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।

জরুরি সহায়তার জন্য নগদ ১৬ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা, ৩১৯ মেট্রিক টন চাল, ৬৬৩ প্যাকেট শিশু খাদ্য ও ৮ হাজার ২২০ কেজি গো খাদ্য মজুদ রয়েছে।

শনিবার (২৫ মে) বেলা সাড়ে ১২ টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এসব তথ্য জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হাসান খান।

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহিদ আহসান খান, সিপিডি কর্মকর্তা রুহুল আমিন, জেলা রেড ক্রিসেন্টের সহকারী পরিচালক নুরুল করিমসহ সকল দপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এদিকে, ১৮৯০ সালের দিকে খরস্রোতা নদীর ভাঙনে বিলীন হয়েছিলো হাতিয়ার বহু জনপদ, তবে পরবর্তী সময়ে তার চেয়েও কয়েকগুণ বেশি ভূমি ফিরিয়ে দিয়েছে মেঘনা। বর্তমানে মেঘনার চারপাশে প্রায় ত্রিশটি চর জেগে উঠেছে। এসব চরে হাজার হাজার একর জমি এখন দৃশ্যমান যেখানে প্রায় লক্ষাধিক বাসিন্দা বসবাস করেন। ইতোমধ্যে বসতি গড়ে উঠেছে চরঘাসিয়া, ঢালচর, চরআতউর সহ কয়েকটি চরে।

চর মোহাম্মদ আলী, দমারচর, চরজোনাক, চরগাঙ্গুরিয়া, চর নুরুল ইসলাম, চর প্রিয়া ও চরওছখালি সহ কয়েকটি চরে ধান চাষের পাশাপাশি রয়েছে গরু, মহিষ ও ভেড়ার বাতান। প্রাকৃতিক দুর্যোগে চরগুলো কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেলে নৌকা ও গাছে অবস্থান নিয়ে মানুষ রক্ষা পেলেও প্রাণহানি হয় নিরীহ পশুগুলোর। জোয়ারে প্লাবিত হওয়ায় একাধিক বার ধান চাষ দিলেও ফলন মিলে একবার। নতুন জেগে উঠা এসব চরের একটিতেও নেই কোন বেড়িবাঁধ। ফলে, যেকোনো দুর্যোগ এলেই আতঙ্কে সময় কাটে এসব চরের মানুষের।

চরঘাসিয়ার বাসিন্দা ফখরুল ইসলাম জানান, দুর্যোগ এলে আমরা আতঙ্কে থাকি। চোখে ঘুম আসেনা। নদীর দিকে তাকিয়ে থাকি আর মনে অজানা ভয় বিরাজ করে। চরের চারপাশে কোন বাঁথ নেই। স্বাভাবিক জোয়ারেই যেখানে চরে পানি উঠে সেখানে ঘূর্ণিঝড় এলে তো কোন কথাই নেই।

বন বিভাগের তথ্য মতে, নতুন করে জেগে ওঠা চরগুলোর মধ্যে চরঘাসিয়ার আয়তন ৫ হাজার ১, ঢালচর ৪ হাজার, চরআতউর ৫ হাজার ৬৮৩, চর মোহাম্মদ আলী ১ হাজার ১৭১, দমারচর ৬ হাজার ৩৬০, চর আয়েশা ৫ হাজার ২১৩, চরগাঙ্গুরিয়া ১০ হাজা ২, চর নুরল ইসলাম ১০ হাজার ৩, চর প্রিয়া ২ হাজার ৯৯৯, চর ওছখালি ৭ হাজার ২, চর ইউনুস ৩ হাজার ৭০০, নতুন চর ইউনুস ৭০০, চরকমলা ১৩ হাজার ৩৩৯, চর ওসমান ৫ হাজার ৫০০, চরমুয়িদ ৩ হাজার ৩০০, চর কবিরা ২ হাজার, চরকালাম ৮ হাজার ৭৮৫, খাজার চর ৪ হাজার ৫০০, চর রৌশন ৪ হাজার ৫০০ এবং চর জোহান ৫ হাজার ৭০০ একর। এর মধ্যে প্রায় সবগুলো চরের ৪৫ হাজার একর জমি উদ্যানের আওতায় আনা হয়েছে।

নতুন করে জেগে উঠা এসব চরগুলোয় ধাপে ধাপে বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প হাতে নেয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের।

নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সি আমির ফয়সাল বলেন, নোয়াখালীর উপকূলীয় এলাকায় ১২০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। মেঘনার বুকে নতুন জেগে উঠা চরগুলোতে এখনো কোন বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি। চরগুলো এখনো স্থায়ী হয়নি। এগুলো পুরোপুরি স্থায়ী হলে সেখানে বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেয়া হবে।

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, দুর্যোগের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ প্রস্তুতি নেয়া হয়েছে। নতুন এসব চর অনেকটা দুর্গম। তবুও বিশেষ ব্যবস্থায় এসব চরের বিষয়ে ও আমরা খোঁজখবর রাখছি। তাদের সাথে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ রাখা হচ্ছে।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি গতকাল শুক্রবার মধ্যরাতে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ (শনিবার) যেকোন সময় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘রেমাল’। নামটি ওমানের দেওয়া, এর অর্থ ‘বালু’। গভীর নিন্মচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে সেটি ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হতে পারে। দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আগামীকাল রোববার সন্ধ্যায় এটি আঘাত হানতে পারে।

এসকে

শেয়ার