নরসিংদীর সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল হাসানকে (৪০) কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন সঙ্গে থাকা দুই কর্মী। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর এলাকার একটি টেক্সটাইল মিলের সামনে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত মেহেরপাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল হাসান ভগীরথপুর এলাকার ইমাম উদ্দীনের ছেলে। এ ছাড়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত দুজন হলেন, নিহত মাহাবুবুল হাসানের কর্মী সাঈদ হাসান (৩৮) ও ফরহাদ মিয়া (৩৭)। এই হত্যাকাণ্ডের পেছনে মেহেরপাড়া ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান আজাহার অমিত প্রান্তকে দায়ী করছেন তাঁর কর্মী-সমর্থকরা
জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত একদল কর্মীকে নিয়ে মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থান করেছিলেন মাহাবুবুল হাসান। পরে কার্যালয় থেকে বেরিয়ে মুঠোফোনে কথা বলতে বলতে ৯ জন কর্মীর সঙ্গে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। ওই কার্যালয় থেকে তাঁর বাড়ির দূরত্ব পাঁচ মিনিটের হাঁটাপথ। সঙ্গে থাকা ৯ কর্মী হলেন, সাঈদ, ফরহাদ, রবিউল, অপু, শরীফ, ফেরদৌস, ইমন, ডিবাক ও আরিফ।
নিহত মাহাবুবুল হাসানের সঙ্গে থাকা কর্মী রবিউল হাসান ও অপু মিয়া জানান, রাত পৌনে ১২টার দিকে ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান আজাহার অমিত প্রান্তের ব্যক্তিগত কার্যালয়সংলগ্ন ওবায়দুল্লাহ টেক্সটাইল মিলের সামনে যাওয়ার পরই এ হামলার ঘটনা ঘটে। টেক্সটাইল মিলটির বিপরীত পাশের গলির মুখে দাঁড়ানো ছিল একটি বালুভর্তি ট্রাক। ট্রাকের আড়ালে লুকিয়ে ছিলেন হামলাকারীরা। ট্রাকটি অতিক্রম করার সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। হামলাকারীদের একজন ধারালো অস্ত্র দিয়ে মাহাবুবুল হাসানের কান থেকে ঘাড় বরাবর কোপ দেয়। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মাহাবুবুলকে বাঁচাতে গিয়ে তাদের ছোঁড়া গুলিতে বিদ্ধ হন সাঈদ ও ফরহাদ নামের দুই কর্মী।
হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয় লোকজন ও সঙ্গে থাকা কর্মীরা আহত অবস্থায় তিনজনকে নরসিংদী সদর হাসপাতালে নেন। সাড়ে ১২টার দিকে হাসপাতালটিতে পৌঁছার পরই পরীক্ষা-নিরীক্ষা শেষে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহাবুবুল হাসানকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে গুলিবিদ্ধ সাঈদ ও ফরহাদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহমুদুল কবির বাসার জানান, মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাবুবুল হাসানকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। ধারালো অস্ত্রের কোপে তাঁর বামপাশে কানের ওপর থেকে ঘাড় পর্যন্ত প্রায় ৮ ইঞ্চি গভীর ক্ষত ছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে এটুকু বলা যায়, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।
রবিউল হাসান ও অপু মিয়ার দাবি, বর্তমান ইউপি চেয়ারম্যান আজাহার অমিত প্রান্তই তাঁর কর্মীদের দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তারা সংখ্যায় ছিলেন ১০ থেকে ১২ জন। তাদের হাতে ছিল ককটেল, আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র। এর মধ্যে রাসেল, আতাউর, নয়ন, নুরু, সেন্টু ও অভি নামের ৬ জনকে চিনতে পেরেছেন বলে দাবি তাদের। তারা সবাই বর্তমান চেয়ারম্যান আজাহার অমিত প্রান্তের একনিষ্ঠ কর্মী।
এই হত্যাকাণ্ডের কারণ হিসেবে তারা বলছেন, গত ইউপি নির্বাচনের সময় থেকে তারা দুজন দুই মেরুর বাসিন্দা ছিলেন। সম্প্রতি অনুষ্ঠিত সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান আনোয়ার হোসেনের সার্বক্ষণিক কর্মী ছিলেন মাহাবুবুল হাসান, অন্যদিকে পরাজিত প্রার্থী আবদুল বাকিরের কর্মী ছিলেন আজাহার অমিত প্রান্ত। এ নিয়ে দ্বন্দ্বে নির্বাচনের পরদিন মেহেরপাড়ায় সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনার জেরেই বর্তমান চেয়ারম্যান আজাহার অমিত প্রান্ত তার কর্মীদের দিয়ে সাবেক চেয়ারম্যান মাহাবুবুল হাসানকে হত্যা করিয়েছেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মেহেরপাড়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আজাহার অমিত প্রান্তের ব্যবহৃত মুঠোফোন নাম্বারে রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত একাধিকবার কল দেন এই প্রতিবেদক। তিনি কল না ধরায় এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।
হাসপাতাল চত্বরে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ প্রথম আলোকে বলেন, সদর উপজেলার মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাবুবুল হাসানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ তাঁর দুই কর্মীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য এই হাসপাতালেরই মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, ভগীরথপুর এলাকায় সাবেক চেয়ারম্যানকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এরই মধ্যে হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান এবং জড়িতদের চিহ্নিত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। দ্রুতই আসামীরা আইনের আওতায় আসবেন।
নরসিংদীতে একের পর এক ঘটছে রাজনৈতিক হত্যাকাণ্ড। এ নিয়ে গত দেড় মাসে তিনজন রাজনীতিবিদ খুন হলেন। গত ১৫ এপ্রিল দুপুরে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রুবেল মিয়াকে গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়। একটি মামলায় নরসিংদী আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার সময় পাকুরিয়া বাজারসংলগ্ন মসজিদের সামনে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। পরবর্তীতে গত ২২ মে দুপুরে রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নে গণসংযোগের সময় প্রতিপক্ষের হামলায় আহত হন ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। ওই সময় রক্তাক্ত অবস্থায় জমির আল ধরে দৌড়ে পালিয়ে প্রায় পাঁচ কিলোমিটার দূরের পার্শ্ববর্তী বাঁশগাড়ী ইউনিয়নের পুলিশ ফাঁড়িতে যান তিনি। সন্ধ্যা ৬টার দিকে থানা-পুলিশের সদস্যরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এর ৬ দিন পর গতকাল রাতে প্রতিপক্ষের দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে নিহত হলেন সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাবুবুল হাসান।
এসকে