Top
সর্বশেষ

বাঞ্ছারামপুর উপজেলায় ‘সেই তিনপ্রার্থীর’ জয়

৩০ মে, ২০২৪ ১:৪৬ অপরাহ্ণ
বাঞ্ছারামপুর উপজেলায় ‘সেই তিনপ্রার্থীর’ জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

৩য় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঘোড়া প্রতীকে ৮৩ হাজার ৮৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম তুষার আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৬০ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভূঁইয়া বকুল টিয়া পাখি প্রতীকে ৮২ হাজার ৯৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুন পারভেজ বই প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৯১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার হাঁস প্রতীকে ৭২ হাজার ৯৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফরোজা আক্তার রশ্নি কলস প্রতীকে ১১ হাজার ৭০৮ ভোট পেয়েছেন।

এর আগে গত ২৫মে ‘বাঞ্ছারামপুরে জনপ্রিয়তার শীর্ষে তিন প্রার্থী’ শিরোনামে বাণিজ্য প্রতিদিন এ সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে লেখা হয়, ‘বাঞ্ছারামপুর উপজেলায় চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (ঘোড়া), ভাইস চেয়ারম্যান পদে সায়েদুল ইসলাম ভুঁইয়া বকুল (টিয়া পাখি) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জলি আক্তার (হাঁস) দলীয় সমর্থন পাওয়ায় প্রচারণা সহ বিজয়ের পথে এগিয়ে রয়েছেন। দলের প্রতি ত্যাগ, ব্যক্তি ইমেজ এর জন্য এই তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের থেকে এগিয়ে রয়েছেন বলে জানা যায়। জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন তারা। এই তিনজনকে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন এ.বি তাজুল ইসলাম তাজ (অবঃ) সমর্থন দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন নেতাকর্মীরা। মিটিং-মিছিল নিয়ে নির্বাচনী মাঠে সবচেয়ে বেশি সরব তারা।’

এসকে

শেয়ার