‘নাছিমা মুকাই আলী আমার আপন বোন। উনি কিছুদিন আগে আমার মোহাম্মদপুরের বাসায় আমাকে খুন করতে গিয়েছে। যেই ছেলে নিয়ে মারতে গেছে ওই ছেলে আমার বাসায় মোহাম্মদপুরে বড় হয়েছে। আপনাদের মাননীয় মন্ত্রী উবায়দুল মুকতাদির সাহেবও সেটা জানে। আমি লিখিত কমপ্লেইন করেছি উনার কাছে।’
রোববার (২ জুন) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর এলাকায় চেয়ারম্যান প্রার্থী আল জাবের এর এক নির্বাচনী সভায় তার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী নাছিমা মুকাই আলীর (ঘোড়া প্রতীক) ভাই সালাউদ্দিন ভুইয়া স্বপন এসব কথা বলেন।
১২ মিনিট ২৯ সেকেন্ডের তার ওই বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যা এ প্রতিবেদকের কাছে রয়েছে।
ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান প্রার্থী আল জাবেরের আনারস প্রতীকের পক্ষে ভোট চেয়ে সালাউদ্দিন ভুইয়া স্বপন বলেন, ‘আমি তার আপন মায়ের পেটের ভাই হয়ে বললাম, জাবেদ সাহেবকে ভোট দিবেন, তাকে (নাছিমাকে) সেকেন্ড টাইম আর ভোট দিবেন না। তার দুর্নীতি ক্রাইম আপনারা (জনগণ) জানেন না। আমি তার এগেনিস্টে (বিরুদ্ধে) এলজিইডি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কমপ্লেইন করেছি। উনারা তাকে লিগ্যাল নোটিশ দিয়েছে। যার কপি আমার হাতে আপনারা দেখুন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমি কমপ্লেইন করেছি। আমি অধৈর্য হয়ে গেছি। সে আমাকে খুন করতে চাইছে। তার কারণে আমার নিজের চার মাসের ছেলে মারা গেছে। সে আমাকে মেরে ফেলার প্ল্যান করছে। সেই রেকর্ড আমার কাছে আসছে। আল্লাহ তাকে হেদায়েত করুক, নয়তো তাকে ধ্বংস করে দেক। যে আপন ভাই বোনের সাথে এমন করে, সে দেশ ও দশের কি করবে? বারোটা বাজাবে। তার এত টাকা পয়সা যে আমাকে কবর দিয়ে ফেলতে পারবে। আমি নিরুপায় হয়ে বলতেছি এইখানেও যে আমি আসছি আমি নিরাপদ না।’
এ বিষয়ে জানতে চাইলে বিজয়নগর উপজেলার চেয়ারম্যান প্রার্থী নাছিমা মুকাই আলী প্রতিবেদককে বলেন, ‘আমি এইটার জবাব দিতে পারবো না, আমি চিনিনা জানিনা। তাকে ওরা পয়সা দিয়ে কিনে আনছে আমার মাঠ খারাপ করার জন্য। আমি বললাম তো এই মুহূর্তে আমার কিছু বলার মত মানসিকতা নাই।’
বিজয়নগর উপজেলার চেয়ারম্যান প্রার্থী আল জাবের ওরফে জাবেদ এবিষয়ে প্রতিবেদককে জানান, ‘উনি (সালাউদ্দিন ভুইয়া স্বপন) আমাদের মিটিং এ এসে বলছে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। উনার হলফনামা আইডি কার্ডসহ ফেইসবুকে দিয়েছে দেখলাম। উনি (নাছিমা) অস্বীকার করে ফেইসবুকে পোস্ট করে পরে সেটা আবার ডিলেট ও করেছে।’
প্রসঙ্গত আগামী ৫ই জুন শেষ ধাপে এ উপজেলায় নির্বাচন। এই দুই চেয়ারম্যান প্রার্থী (নাছিমা ও জাবের) কোটিপতি ও ব্যবসায়ী। এ উপজেলার নির্বাচনে কোটি টাকার খেলা চলছে বলে লোকমুখে আওয়াজ উঠেছে।
এসকে