Top
সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মী হত্যার বিচারের দাবিতে লাশ নিয়ে মিছিল

০৭ জুন, ২০২৪ ২:২৬ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মী হত্যার বিচারের দাবিতে লাশ নিয়ে মিছিল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় মিছিলে গুলি করে ছাত্রলীগ কর্মী ইজাজ (২৩) হত্যার বিচারের দাবিতে লাশ নিয়ে মিছিল ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৬ জুন) রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে এই মিছিল শুরু হয়। শহরের প্রধান সড়ক ঘুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে বিক্ষোভ করে মিছিলকারীরা।

এর আগে, হাজারো মানুষের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে নিহত ইজাজের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে রাত ১১টার দিকে নিহতের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামে তাকে দাফন করা হয়।

বৃহস্পতিবার রাতে ১৬জনকে আসামী করে নিহত ইজাজের বাবা হাজী মোঃ আমিনুর রহমান বাদি হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হত্যা মামলা করেছেন।

এর আগে, বুধবার (৫ জুন) চতুর্থ ধাপে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নির্বাচনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন চেয়ারম্যান পদে জয় লাভ করেন। পরে কলেজপাড়ায় আনন্দ মিছিল বের হয়। সেটি সরকারি কলেজ হোস্টেল এলাকায় যাওয়ার সময় সড়কে দাঁড়িয়ে ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আল ফারাবী জয় ও সরকারি কলেজের সাবেক ভিপি জালাল হোসেন খোকা। এরমধ্যে হাসান আল ফারাবী জয় মিছিলে গুলি করে। এতে মিছিলে থাকা ইজাজের মাথায় গুলি লাগে। পরে তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এসকে

শেয়ার