Top
সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মীকে হত্যা: প্রধান আসামী গ্রেফতার

০৮ জুন, ২০২৪ ৫:৩৫ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মীকে হত্যা: প্রধান আসামী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মী আশরাফুর রহমান ইজাজ হত্যা মামলার দুই নম্বর আসামি ও জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি হাসান আল ফারাবী জয়কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে নেত্রকোণা জেলার আটপাড়ার কুতুবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তার দেওয়া স্বীকারোক্তি মতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ভাটপাড়ার একটি ঝোপ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়।

শনিবার বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার কার্যালয়ে হওয়া সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, পালিয়ে বাঁচতে প্রথমে ময়মনসিংহ যায় ফারাবী। কেউ যেন চিনতে না পারে সে জন্য দাঁড়ি ফেলে দেয় সে। কলেজপাড়া এলাকার মূলত প্রভাব প্রতিপত্তি বজায় রাখতো জয় এবং খোকা। খোকা এবং জয়ের অনেক সিদ্ধান্তকেই ইজাজ এবং তার অনুসারী কয়েকজন মেনে নিত না। মাঝে মাঝে তারা বিরোধিতা করত। এটা নিয়েই তাদের মধ্যে দ্বন্দ্ব। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি এই শহরের আরেকজনের কাছ থেকে খোকা সংগ্রহ করে জয় কে দেয়। জয় তার কোমর থেকে পিস্তল বের করে ইজাজের মাথায় গুলি করে। এরপরে তাকে হসপিটালে নেওয়ার পথে সে মারা যায়। মূলত এলাকায় একক আধিপত্য বজায় রাখার জন্যই জয়, খোকা এবং তাদের অনুসারী আরো কয়েকজন মিলে ইজাজ কে হত্যা করে।’

এদিকে ফারাবীকে গ্রেফতারের খবর পেয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ভিড় করেন ইজাজের স্বজনরা। এ সময় তারা ক্ষোভ দেখান ও খোকাসহ অন্যদের গ্রেফতারের দাবি জানান।

উল্লেখ্য, গত বুধবার সকালে ভোট কেন্দ্রে জয় ও ইজাজের মধ্যে তর্ক হয়। সন্ধ্যায় বিজয় মিছিল চলাকালে আবার বিরোধ হলে জয় ইজাজকে গুলি করে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল হোসেন খোকার সমর্থক ফারাবী। নিহত ইজাজ সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মুসলিমপাড়ার বাসিন্দা আমিনুর রহমানের ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক (সম্মান) উদ্ভিদবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের পক্ষের কর্মী ছিলেন। আসামি হাসান আল ফারাবীও নির্বাচনে শাহাদাৎ হোসেন শোভন এর পক্ষে কাজ করেছেন।

এসকে

শেয়ার